ভিন রাজ্যে সারদা সাম্রজ্য বিস্তারে সুদীপ্তর ভরসা ছিল বুম্বা
শুধু রাজ্যের মধ্যেই নয়, ভিন রাজ্যেও সুদীপ্ত সেনের সারদা নেটওয়ার্কে থাবা বসিয়েছিল বুম্বা ওরফে অরিন্দম দাস। বারুইপুরে সারদার ডিভিশনাল অফিসে তল্লাশি চালিয়ে এমনই নথি এসেছে পুলিসের হাতে।
শুধু রাজ্যের মধ্যেই নয়, ভিন রাজ্যেও সুদীপ্ত সেনের সারদা নেটওয়ার্কে থাবা বসিয়েছিল বুম্বা ওরফে অরিন্দম দাস। বারুইপুরে সারদার ডিভিশনাল অফিসে তল্লাশি চালিয়ে এমনই নথি এসেছে পুলিসের হাতে।
ঝাড়খণ্ড, বিহার, ত্রিপুরা, অসম এমন বেশ কয়েকটি রাজ্যে সারদার নামেই সমান্তরাল ব্যবসা শুরু করেছিল বুম্বা। উদ্ধার হওয়া নথির মধ্যে থাকা একটি ক্যাশবুকে ২০১২-র পর খেকে কোনও হিসেব লেখা হয়নি। এর আগে বৃহস্পতিবার রাতে সুদীপ্ত সেনকে সঙ্গে নিয়ে বারুইপুর অফিসে তল্লাসি চালায় পুলিস। গতকাল রাতেও সুদীপ্ত সেনকে সঙ্গে নিয়েই তল্লাসি চালানোর কথা থাকলেও নিরাপত্তার কারণে সুদীপ্ত সেনকে ছাড়াই তল্লাসি চালানো হয়। এদিকে পুলিসের জেরায় সুদীপ্ত সেন জানিয়েছেন বারুইপুর অফিস থেকে মূল অফিসে টাকা আসা বন্ধ হওয়ায় ২০১৩র ২৬ ফেব্রুয়ারি তিনি নিজে বারুইপুর অফিসে আসেন।