ট্রেনের ধাক্কায় মৃত ৫
লাইন পার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল ৫ জনের। মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে হাওড়ার সাঁতরাগাছি স্টেশনে। মৃতদের মধ্যে ৩ জন পুরুষ ও ২ জন মহিলা। ডাউন রাঁচি-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হয়েছে ওই পাঁচজনের। মৃতদের পরিবারপিছু দুলক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন রেলমন্ত্রী।
লাইন পার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল ৫ জনের। মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে হাওড়ার সাঁতরাগাছি স্টেশনে। মৃতদের মধ্যে ৩ জন পুরুষ ও ২ জন মহিলা। ডাউন রাঁচি-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হয়েছে ওই পাঁচজনের। মৃতদের পরিবারপিছু দুলক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন রেলমন্ত্রী।
ফুটব্রিজ ব্যবহার না করে, রেললাইন পেরোতে যাওয়ার মাশুল দিতে হল পাঁচজনকে। শনিবার দুপুরে সাঁতরাগাছি স্টেশনে ডাউন রাঁচি-হাতিয়া ইন্টারসিটি এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হল পাঁচ যাত্রীর। এদিন দুপুরে ডাউন ত্রিবান্দ্রম এক্সপ্রেসে তাঁরা সাঁতরাগাছি স্টেশনে নামেন। পাঁচ নম্বর প্ল্যাটফর্মে থেমেছিল ত্রিবান্দ্রম এক্সপ্রেস। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, ওই ট্রেন থেকে বহু যাত্রীই ফুটব্রিজ ব্যবহার না-করে সরাসরি লাইন পেরিয়ে পাশের ৬ নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছিলেন। সেইসময় দুরন্ত গতিতে ছুটে আসা ডাউন রাঁচি-হাতিয়া ইন্টারসিটি এক্সপ্রেস পাঁচজনকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের।
যাত্রীরা জানালেন, ফুটব্রিজটি স্টেশনের একপাশে হওয়ায় অনেক যাত্রীই শর্টকাট করার চেষ্টা করেন। ফলে মাঝে মাঝেই সাঁতরাগাছি স্টেশনে দুর্ঘটনা ঘটে। তবে একসঙ্গে পাঁচ জনের মৃত্যুর ঘটনা এই প্রথম।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কখনওই যথেষ্ট আরপিএফ স্টেশনে থাকে না। ফলে বিনা বাধায় যাত্রীরা প্রাণ হাতে নিয়ে লাইনের ওপর দিয়ে যাতাযাত করেন। এই অভিযোগের সত্যতা মেনে নিয়েছে রেলকর্তৃপক্ষও।
সাঁতরাগাছি হাওড়া ডিভিশনের অন্যতম ব্যস্ত স্টেশন। সম্প্রতি এই স্টেশন থেকে কোনা এক্সপ্রেসওয়ে সংযোগকারী রাস্তা তৈরি হওয়ায় যাত্রীদের ভিড় আরও বেড়েছে। তা সত্ত্বেও এখানে ফুটব্রিজ রয়েছে মাত্র একটি। এই স্টেশনে একাধিক ফুটব্রিজের দাবি দীর্ঘদিনের। কিন্তু রেল কর্তৃপক্ষ সেই দাবিতে কর্ণপাত করছে না বলে অভিযোগ যাত্রীদের।