ছাত্র খুনের ঘটনায় গ্রেফতার টিএমসিপি নেতা শেখ সানোয়ার আলি, ১২ ঘণ্টার বনধে থমথমে সবং

সবংয়ের কলেজে ছাত্র খুনের ঘটনায় ইতিমধ্যেই তিন জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে রয়েছে টিএমসিপির ইউনিট প্রেসিডেন্ট শেখ সানোয়ার আলি।  ধৃত ওই টিএমসিপি নেতার বিরুদ্ধে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। সানোয়ার কলেজে টাকা নিয়ে ছাত্র ভর্তি করাতো বলে অভিযোগ তুলছেন অনেকে। বাকি দুই ধৃতের নাম শেখ মুন্না ও অসীম মাইতি।  ধৃত শেখ মুন্না বেশ কয়েক মাস আগেই কলেজ ছেড়ে দিয়েছিল বলে জানিয়েছে তাঁর পরিবার।

Updated By: Aug 8, 2015, 10:32 AM IST
ছাত্র খুনের ঘটনায় গ্রেফতার টিএমসিপি নেতা শেখ সানোয়ার আলি,  ১২ ঘণ্টার বনধে থমথমে সবং

ওয়েব ডেস্ক: সবংয়ের কলেজে ছাত্র খুনের ঘটনায় ইতিমধ্যেই তিন জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে রয়েছে টিএমসিপির ইউনিট প্রেসিডেন্ট শেখ সানোয়ার আলি।  ধৃত ওই টিএমসিপি নেতার বিরুদ্ধে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। সানোয়ার কলেজে টাকা নিয়ে ছাত্র ভর্তি করাতো বলে অভিযোগ তুলছেন অনেকে। বাকি দুই ধৃতের নাম শেখ মুন্না ও অসীম মাইতি।  ধৃত শেখ মুন্না বেশ কয়েক মাস আগেই কলেজ ছেড়ে দিয়েছিল বলে জানিয়েছে তাঁর পরিবার।

গত কয়েক বছরের সবচেয়ে নৃশংস ক্যাম্পাস হিংসার সাক্ষী রাজ্য। রাজনৈতিক রেষারেষির জেরে কলেজের ভেতরই পিটিয়ে খুন ছাত্র। নিহত ছাত্র কৃষ্ণপ্রসাদ জানা সবংয়ের সজনীকান্ত কলেজের ছাত্র পরিষদ ইউনিটের সদস্য। ক্যাম্পাসে ছাত্র খুনের ঘটনায় শাসক দলের ছাত্র সংগঠন টিএমসিপিকে কাঠগড়ায় তুলেছে কংগ্রেস। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে টিএমসিপি।

ক্যাম্পাসে ছাত্র খুনের পর আজ সকাল থেকেই থমথমে সবং। ঘটনার প্রতিবাদে আজ বারো ঘণ্টার সবং বনধের ডাক দিয়েছে কংগ্রেস ও সিপিএম। রাজ্যজুড়ে কলেজ ধর্মঘট ডেকেছে ছাত্র পরিষদ। ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে এসএফআই সহ চার বামপন্থী ছাত্র সংগঠনও।  বনধ প্রতিবাদ ঘিরে সকাল থেকেই বিভিন্ন জায়গা বিক্ষোভ কর্মসূচি চলছে কংগ্রেসের।

.