Bengal Weather: ৬ জেলায় বৃষ্টির পূর্বাভাস, ফের হাড় কাঁপানো ঠান্ডা বাংলায়! আবহাওয়ার বড় আপডেট...

Weather Update:  সোমবার থেকে তাপমাত্রা ধীরে ধীরে নামবে। সোম মঙ্গল বুধ দু-তিন দিনের মধ্যে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নেমে যেতে পারে বছরের শুরুতে। দার্জিলিং-এর উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা। 

Updated By: Dec 28, 2024, 08:47 AM IST
Bengal Weather: ৬ জেলায় বৃষ্টির পূর্বাভাস, ফের হাড় কাঁপানো ঠান্ডা বাংলায়! আবহাওয়ার বড় আপডেট...
প্রতীকী ছবি

অয়ন ঘোষাল: হালকা শীতের আমেজ ফিরল রাজ্যে। তবে শনিবার ও রবিবার কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। এমনকী একাধিক জেলায় মেঘলা আকাশ থাকবে। সোমবার থেকে আরও কিছুটা পারদ পতন বাংলায়। বছরের শেষ কয়েকটা দিন হালকা শীতের আমেজে কাটবে। নতুন বছরের প্রথম সপ্তাহের মাঝামাঝি কয়েকদিনের জন্য জাঁকিয়ে শীতের সম্ভাবনা বঙ্গে। 

আরও পড়ুন, Durgapur: বৌয়ের অত্যাচারে 'সর্বস্বান্ত'! পুলিসের দ্বারস্থ রাজ্য সরকারের পদস্থ আধিকারিক...

দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা। শনিবার রবিবার পশ্চিম বর্ধমান, বীরভূম এবং সংলগ্ন মুর্শিদাবাদের হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। শনিবার আংশিক মেঘলা আকাশ হতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে। আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের বাকি জেলায় শুষ্ক আবহাওয়া। আজ শনি ও রবিবার রাতের তাপমাত্রা কিছুটা বাড়বে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস বেশি রয়েছে স্বাভাবিকের তুলনায়। সোমবার থেকে তাপমাত্রা ধীরে ধীরে নামবে। সোম মঙ্গল বুধ দু-তিন দিনের মধ্যে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নেমে যেতে পারে বছরের শুরুতে। এমনই পূর্বাভাস আবহাওয়া দফতরের। 

উত্তরবঙ্গে শনি ও রবিবার দার্জিলিং-এর উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা। শনিবার শিলাবৃষ্টির সম্ভাবনা কালিম্পং জেলাতে। শনিবার হালকা বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে। রবিবার এই তিন জেলার সঙ্গে আলিপুরদুয়ার এবং কোচবিহার-সহ উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদাতেও হালকা বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গের ক্ষেত্রেও তাপমাত্রার পরিবর্তন হবে। বর্তমানে বেশিরভাগ জেলাতেই স্বাভাবিকের কাছাকাছি রয়েছে তাপমাত্রা। শনিবার রবিবার রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা বেশ কিছুটা বাড়তে পারে। দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে রাতের তাপমাত্রা। তবে মেঘলা আকাশের কারণে দিনের তাপমাত্রা কমবে। কোল্ড-ডে পরিস্থিতি তৈরি হতে পারে দু-এক জেলায়। সোমবার থেকে আবার পারদ পতনের সম্ভাবনা।

কলকাতায় প্রধানত পরিস্কার আকাশ। মাঝে মাঝে আংশিক মেঘলা আকাশ। রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধির ইঙ্গিত। দিনের তাপমাত্রা মোটের ওপর প্রায় একই রকম থাকবে। সোমবার থেকে পারদ পতন। বড়দিনের মতো উষ্ণ হবে না বর্ষ শেষ এবং বর্ষ বরণের রাত। রাতের তাপমাত্রা বুধবার ১৯.২, বৃহস্পতিবার ১৬.৫, শুক্রবার ১৫.৮ অর্থাৎ স্বাভাবিকের থেকে রাতের তাপমাত্রা ২ ডিগ্রি বেশি হলেও কিছুটা শীতের আমেজ ফিরল। কাল দিনের তাপমাত্রা ২৬.৬ থেকে সামান্য বেড়ে ২৬.৮ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমান ৩২ থেকে ৯৫ শতাংশ।

আরও পড়ুন, East Bardhaman: ভয়ংকর! হিংস্র হেরোলের আক্রমণে আক্রান্ত ১৫, ভয়ে পিটিয়ে মারল...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.