সবংয়ে ছাত্র খুনের ঘটনায় গ্রেফতার ৩, শনিবার রাজ্য জুড়ে ধর্মঘটের ডাক বাম ছাত্র সংগঠনের
শুক্রবার পশ্চিম মেদিনীপুরের সবং কলেজের ছাত্র, কৃষ্ণ পসাদ জানার খুনের ঘটনার প্রতিবাদে শনিবার রাজ্য জুড়ে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে ভারতের ছাত্র ফেডারেশন সহ আরও ৪ বাম ছাত্র সংগঠন। ধর্মঘটের কথা ঘোষণা করেছে ছাত্র পরিষদও। হাওড়ার আন্দুল কলেজের ছাত্র স্বপন কোলের হত্যার কথা স্মরণ করিয়ে দিয়ে বৃহদ গণতান্ত্রিক আন্দোলনের পথেই হাটতে চাইছে বাম ও কংগ্রেসের ছাত্র সংগঠন।
ওয়েব ডেস্ক: শুক্রবার পশ্চিম মেদিনীপুরের সবং কলেজের ছাত্র, কৃষ্ণ পসাদ জানার খুনের ঘটনার প্রতিবাদে শনিবার রাজ্য জুড়ে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে ভারতের ছাত্র ফেডারেশন সহ আরও ৪ বাম ছাত্র সংগঠন। ধর্মঘটের কথা ঘোষণা করেছে ছাত্র পরিষদও। হাওড়ার আন্দুল কলেজের ছাত্র স্বপন কোলের হত্যার কথা স্মরণ করিয়ে দিয়ে বৃহদ গণতান্ত্রিক আন্দোলনের পথেই হাটতে চাইছে বাম ও কংগ্রেসের ছাত্র সংগঠন।
কৃষ্ণ প্রসাদের খুনের ঘটনায় এখনও পর্যন্ত ৩ জনকে গ্রেফতার করেছে পুলিস। কলেজের সিসিটিভি ফুটেজও ক্ষতিয়ে দেখা হবে বলে পুলিস সূত্রের খবর। কলেজ গেট থেকে শুরু করে ছাত্র সংসদের ঘর, মোট ১৫টি সিসিটিভি ক্যামেরা রয়েছে কলেজে। সেই সমস্ত ফুটেজ পর্যবেক্ষণে আসবে বিশেষ প্রতিনিধি দল।
এদিন ছাত্র খুনের ঘটনার তীব্র প্রতিবাদ করেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। তীব্র নিন্দা করে রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচিতে সামিল হওয়ার ডাক দিলেন রাজ্যের বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। তিনি বলেন, "রং ভুলে প্রতিবাদে সামিল হন। প্রয়োজন হলে বন্ধ থাকবে স্কুল-কলেজ"।
সবংয়ের কংগ্রেস বিধায়ক মানস ভুঁইঞা তৃণমূলের দিকে অভিযোগ তুলে বলেন, "কানাইলাল পাড়িয়া সিপিএমের চাকর ছিল। এখন তৃণমূলের দিকে উঁকি দিচ্ছেন। কী করে প্রসাদ পাওয়া যায়? কৃষ্ণ প্রসাদ নামের এই ছাত্র ২০১৩ সালে ফেল করেছে। ২০১৪ সালে ফেল করেছে। ওই ছাত্র আজ ভর্তি হতেই এসছিল। ২৮ অগাস্ট পর্যন্ত অবদি ভর্তির তারিখ রয়েছে। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ২৮ তারিখ অবদি সময় দিয়েছে। আজকের ঘটনা ঘটিয়েছে তৃণমূল। মুখ্যমন্ত্রী আমাকে ফোন করেছিলেন। ঘটনরা জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি।"