পিতৃহারা হলেন রুদ্রনীল ঘোষ

এভাবেই পুজোর দিনগুলোতে দু-দুবার খুব খারাপ ঘটল তাঁর সঙ্গে। রুদ্রনীল ঘোষের সঙ্গে। কারণ, দু হাজার এগারোয় মহাসপ্তমীর দিন মাকে হারিয়েছিলেন। এবছর সেই একই দিনে রেললাইনের ধার থেকে উদ্ধার হল রুদ্রনীল ঘোষের বাবার ক্ষতবিক্ষত দেহ। তমলুকের মর্গে বাবার ব্যাগ ও হাইট দেখে দেহটি সনাক্ত করেছেন রুদ্রনীল।

Updated By: Oct 9, 2016, 08:49 AM IST
পিতৃহারা হলেন রুদ্রনীল ঘোষ

ওয়েব ডেস্ক: এভাবেই পুজোর দিনগুলোতে দু-দুবার খুব খারাপ ঘটল তাঁর সঙ্গে। রুদ্রনীল ঘোষের সঙ্গে। কারণ, দু হাজার এগারোয় মহাসপ্তমীর দিন মাকে হারিয়েছিলেন। এবছর সেই একই দিনে রেললাইনের ধার থেকে উদ্ধার হল রুদ্রনীল ঘোষের বাবার ক্ষতবিক্ষত দেহ। তমলুকের মর্গে বাবার ব্যাগ ও হাইট দেখে দেহটি সনাক্ত করেছেন রুদ্রনীল।

আরও পড়ুন খারাপ ক্যাপ্টেনরা কীভাবে কত প্রতিভাবান মানুষের জীবনটা নষ্ট করে দেয়

পেশায় শিক্ষক ছিলেন রবীন ঘোষ। পঞ্চমীর দিন থেকেই হদিশ মিলছিল না তাঁর। থানায় জানানোর পাশাপাশি পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। অবশেষে গতকাল পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার রেললাইনের ধার থেকে তাঁর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়।

আরও পড়ুন  জাঁকজমকে কলকাতাকে টেক্কা দিচ্ছে জেলার পুজো

.