ইটাহারে পথদুর্ঘটনায় মহিলার মৃত্যু

উত্তর দিনাজপুরের ইটাহারে পথদুর্ঘটনায় মহিলার মৃত্যু ঘিরে ধন্ধুমার। ইটাহারের দুর্গাপুরে লরির ধাক্কায় এক মহিলার মৃত্যু ঘিরে চরমে ওঠে উত্তেজনা। পুলিসের গাড়ি ভাঙচুর করে উত্তেজিত জনতা। পুলিস কর্মীদের মারধর করা হয় বলেও অভিযোগ। দুর্ঘটনার পর  ট্রাফিক ব্যবস্থার গাফিতলির অফিযোগ তুলে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে পুলিস পৌছলে চরমে ওঠে উত্তেজনা। শুরু হয় ভাঙচুর। পরিস্থিতি সামাল দিতে জেলা থেকে আরও পুলিস চাওয়া হয়েছে।

Updated By: Sep 9, 2016, 10:37 PM IST
ইটাহারে পথদুর্ঘটনায় মহিলার মৃত্যু

ওয়েব ডেস্ক: উত্তর দিনাজপুরের ইটাহারে পথদুর্ঘটনায় মহিলার মৃত্যু ঘিরে ধন্ধুমার। ইটাহারের দুর্গাপুরে লরির ধাক্কায় এক মহিলার মৃত্যু ঘিরে চরমে ওঠে উত্তেজনা। পুলিসের গাড়ি ভাঙচুর করে উত্তেজিত জনতা। পুলিস কর্মীদের মারধর করা হয় বলেও অভিযোগ। দুর্ঘটনার পর  ট্রাফিক ব্যবস্থার গাফিতলির অফিযোগ তুলে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে পুলিস পৌছলে চরমে ওঠে উত্তেজনা। শুরু হয় ভাঙচুর। পরিস্থিতি সামাল দিতে জেলা থেকে আরও পুলিস চাওয়া হয়েছে।

প্রসঙ্গত, রাজ্যে পথ দুর্ঘটনা কমিয়ে আনার ক্ষত্রে রাজ্য সরকারের তরফে বিশেষ নগজ দেওয়া হচ্ছে কিছুদিন ধরে। সম্প্রতি মুখ্যমন্ত্রীর 'সেফ লাইফ সেভ ড্রাইভ' প্রাচার দেখা যাচ্ছে শহর ও শহরতলির বিভিন্ন এলাকায়। সেক্ষেত্রে এই পথ দুর্ঘটনা কেন ও কীভাবে ঘটল এই ব্যস্ত রাস্তায় তা নিয়ে উঠছে প্রশ্ন।

.