বর্ষার মুখে ভাঙল নদীর বাধ, ঘরছাড়া তীরবর্তী অঞ্চলের বাসিন্দারা
ভরা কোটালে বাঁধ ভেঙে বিপর্যস্ত দক্ষিণ ২৪ পরগনার নামখানার বিস্তীর্ণ এলাকা। সমস্যায় পড়েছেন কয়েক হাজার মানুষ। ঘর ছাড়া নদী তীরবর্তী অঞ্চলের মানুষেরা। ত্রাণ নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে বাসিন্দাদের মধ্যে।
ওয়েব ডেস্ক : ভরা কোটালে বাঁধ ভেঙে বিপর্যস্ত দক্ষিণ ২৪ পরগনার নামখানার বিস্তীর্ণ এলাকা। সমস্যায় পড়েছেন কয়েক হাজার মানুষ। ঘর ছাড়া নদী তীরবর্তী অঞ্চলের মানুষেরা। ত্রাণ নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে বাসিন্দাদের মধ্যে।
হাতানিয়া-দোয়ানিয়া নদীর জল ঢুকে পড়েছে নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের ঈশ্বরীপুর, নাদাভাঙা, বালুপোতা সহ বিভিন্ন এলাকায়। জলের তোড়ে বেশ কয়েকটি মাটির বাড়ি ভেঙে পড়েছে। জলমগ্ন দেড় থেকে দুই হাজার বিঘা জমি। ইতিমধ্যেই ফসলের ক্ষতি হয়েছে ওই অঞ্চলে। প্রশাসনের পক্ষ থেকে ত্রাণের ব্যবস্তা করা হয়েছে বলা হলেও, তা নিয়ে ক্ষুব্ধ বাসিন্দারা। সব চেয়ে বেশি ক্ষতি হয়েছে নারায়ণপুর গ্রামের। পঞ্চায়েতের তরফে সবরকম সাহায্যের আশ্বাস দেওয়া হলেও আতঙ্কিত গ্রামবাসীরা। বর্ষার মুখে বাঁধ ভেঙে যাওয়ায় ভিটে মাটি হারানোর আশঙ্কায় নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা।