তৃণমূলকে বের করে দিয়ে ছাপ্পা মারছে নির্দল
গয়েশপুরের পুরভোটে অন্য ছবি দেখল রাজ্য। ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের প্রার্থী ও এজেন্টদের বুথ থেকে বের করে দিয়ে দেদার ছাপ্পা ভোট দিচ্ছেন নির্দল প্রার্থীর সমর্থক-কর্মীরা।
Updated By: Apr 25, 2015, 11:13 AM IST
ওয়েব ডেস্ক: গয়েশপুরের পুরভোটে অন্য ছবি দেখল রাজ্য। ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের প্রার্থী ও এজেন্টদের বুথ থেকে বের করে দিয়ে দেদার ছাপ্পা ভোট দিচ্ছেন নির্দল প্রার্থীর সমর্থক-কর্মীরা।
গয়েশপুর পুরসভা জেতা হয়ে গিয়েছে আগেই। ১৮ টির মধ্যে ১৭ টি আসনেই জয়ী হয়েছেন তৃণমূলের প্রার্থীরা। ভোট হচ্ছে মাত্র ১ টি আসনে। ওই একটি আসনেই ছাপ্পা ভোটের অভিযোগ উঠেছে নির্দল প্রার্থীর বিরুদ্ধে। এই অভিযোগ করেছে খোদ শাসক দল। ২০১০ এ গয়েশপুর পুরসভার দখল নিয়েছিল বামফ্রন্ট। ১৭ টি আসনে জয়ী হয়ে পুরবোর্ড গঠন করেছিল তাঁরা। ১ টি বোর্ডে জয়ী হয়েছিল নির্দল প্রার্থী।