হাবড়া ও পানিহাটির বেশ কিছু বুথে আজ পুনর্নিবাচন
হাবড়া ও পানিহাটির বেশ কয়েকটি ওয়ার্ডে পুনর্নির্বাচন হচ্ছে। ২১ তারিখ পুর ভোটের দিন ওই বুথ গুলিতে গণ্ডগোল হয়।
হাবড়া ও পানিহাটির বেশ কয়েকটি ওয়ার্ডে পুনর্নির্বাচন হচ্ছে। ২১ তারিখ পুর ভোটের দিন ওই বুথ গুলিতে গণ্ডগোল হয়।
চার নম্বর ওয়ার্ডের ৩১, ৩৫, ৩৮ নম্বর বুথে ও ১৯ নম্বর ওয়ার্ডের ১৫৫ নম্বর বুথে ভোট হচ্ছে। চার নম্বর ওয়ার্ডে গুলি চালানোর অভিয়োগ ওঠে। ঘটনাস্থলে যান রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার মীরা পাণ্ডে। ওই চারটি বুথেই শান্তিপূর্ণ ভাবে ভোট হচ্ছে।
হাবড়া পুরসভায় চারটি বুথেও আজ পুনর্নির্বাচন হচ্ছে।
এগারো নং ওয়ার্ডের ৫৫ নম্বর বুথ, ১৪ নম্বর ওয়ার্ডের ৭২ নম্বর বুথ, ৭৩ নম্বর বুথ। ১৫ নম্বর ওয়ার্ডের সাতাত্তর নম্বর বুথ। এগারো নম্বর ওয়ার্ডের ৫৫ নম্বর বুথে পুলিসের মাথায় বন্দুক ঠেকিয়ে ভোট করানোর অভিযোগ ওঠে। হাবড়ার ওই চারটি বুথেই ভোট এখনও পর্যন্ত শান্তিপূর্ণ ভাব চলছে।