দামোদরের চরে নিষ্ক্রিয় করা হল ৩৭টি গ্রেনেড, ডেরা থেকে উদ্ধার RDX?
বাদশাহী রোডের জঙ্গিডেরা থেকে উদ্ধার হ্যান্ড গ্রেনেডগুলি নষ্ট করল NIA। দামোদরের চরে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে ৩৭টি গ্রেনেড নষ্ট করা হয়। ডেরা থেকে উদ্ধার হয়েছে ২টি বোমা। উদ্ধার হওয়া বোমা RDX কিনা তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন।
দুটি গ্রেনেড ফরেনসিক পরীক্ষার জন্য রাখা হয়েছে। গ্রেনেড নিষ্ক্রিয়করণের জন্য ২৫০ মিটার ব্যাসার্ধের একটি এলাকা বেছে নেওয়া হয়। সেই এলাকাকে তিনটি পকেটে ভাগ করে গ্রেনেড নিষ্ক্রিয় করা হয়। চারফুট গভীর একটি ট্রেঞ্চ খুঁড়ে প্রথমে গ্রেনেডগুলি রাখা হয়েছে। তারপর বিছানো হয়েছিল রাসায়নিকের একটি বিস্ফোরক স্তর। বিদ্যুত্ সংযোগের মাধ্যমে নিয়ন্ত্রিত বিস্ফোরণে সেই গ্রেনেডগুলি নিষ্ক্রিয় হয়।
খাগড়াগড় থেকে মাত্র ৫০০ মিটার দুরে বাদশাহী রোড মাঠপাড়া। এখানেই ছিল জঙ্গিদের আরেকটা ঘাঁটি। এনআইয়ের তল্লাসিতে এই বাড়ি থেকেই উদ্ধার হল বস্তা বোঝাই হ্যান্ড গ্রেনেড। এর আগে এই বাড়িতেই একাধিকবার জেলা পুলিস ও সিআইডি যৌথ তল্লাসি চালিয়েছে। মেলেনি কিছুই। অথচ এনআইএ-র তল্লাসিতে সেই বাড়ি থেকেই উদ্ধার হল প্রচুর হ্যান্ড গ্রেনেড।