ডুয়ার্সে উদ্ধার বিরল প্রজাতির কচ্ছপ

আলিপুরদুয়ারে উদ্ধার হল একটি বিরল প্রজাতির কচ্ছপ। বৃহস্পতিবার দুপুরে আলিপুরদুয়ারে রেলের ডি আর এম অফিসের পাশে ফিল্টার প্ল্যান্টের কাছে দেখা যায় কচ্ছপটি।

Updated By: Nov 3, 2011, 11:19 PM IST

আলিপুরদুয়ারে উদ্ধার হল একটি বিরল প্রজাতির কচ্ছপ। বৃহস্পতিবার দুপুরে আলিপুরদুয়ারে রেলের ডি আর এম অফিসের পাশে ফিল্টার প্ল্যান্টের কাছে দেখা যায় কচ্ছপটি। এটি ইন্ডিয়ান সফট সেল প্রজাতির কচ্ছপ বলে বনদফতরসূত্রে জানানো হয়েছে। কচ্ছপটির গায়ে চোখের মতো বেশকয়েকটি দাগ রয়েছে। মূলত গঙ্গা সংলগ্ন এলাকায় এই ধরনের কচ্ছপ দেখা যায়। আপাতত বনদফতরের অফিসেই রাখা হয়েছে কচ্ছপটিকে। কোথায় এটিকে ছাড়া হবে সে ব্যাপারে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

.