শিলিগুড়ির বিপর্যয়ে দলের দায়িত্ব থেকে সরানো হল গৌতম দেবকে

শিলিগুড়ি পঞ্চায়েত এবং পুরসভা  নির্বাচনে ভরাডুবির জেরে দলে কোণঠাসা হয়ে পড়লেন মন্ত্রী গৌতম দেব।দার্জিলিঙ জেলা তৃণমূল সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হল উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেবকে। তাঁর জায়গায় নতুন দায়িত্ব দেওয়া হল রঞ্জন সরকারকে।

Updated By: Nov 5, 2015, 04:54 PM IST
শিলিগুড়ির বিপর্যয়ে দলের দায়িত্ব থেকে সরানো হল গৌতম দেবকে

ওয়েব ডেস্ক: শিলিগুড়ি পঞ্চায়েত এবং পুরসভা  নির্বাচনে ভরাডুবির জেরে দলে কোণঠাসা হয়ে পড়লেন মন্ত্রী গৌতম দেব।দার্জিলিঙ জেলা তৃণমূল সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হল উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেবকে। তাঁর জায়গায় নতুন দায়িত্ব দেওয়া হল রঞ্জন সরকারকে।

এই রঞ্জন দার্জিলিঙে তৃণমূলের যুবসভাপতি ছিলেন। অশোক ভট্টাচার্যের ‘শিলিগুড়ি মডেলের’ কাছে পরাস্ত হওয়ার পর দলনেত্রী গৌতম দেবের উপর বেশ ক্ষুব্ধ ছিলেন। গোটা রাজ্যে তৃণমূলের জয়যাত্রার মাঝে শিলিগুড়ি কেন ব্যতিক্রম থাকছে, সেই কথা গৌতমের কাছে জানতেও চেয়েছিলেন মুখ্যমন্ত্রী। কারণ, বিধানসভা নির্বাচনের পর উত্তরবঙ্গেরই দায়িত্ব তাঁর হাতে তুলে দিয়েছিলেন মমতা। বকলমে গৌতম দেবই যেন ছিলেন উত্তরবঙ্গের মুখ্যমন্ত্রী। কিন্তু এর পর টানা তিনটি নির্বাচনে হারের পরই  বোঝা গিয়েছিল, পদ হারাবেন গৌতম দেব। তবে, সেটা কী হবে, দল না প্রশাসন সে বিষয়ে একটা সন্দেহ ছিল।

শেষ পর্যন্ত দলেই গুরুত্ব হারালেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। গৌতম দেবের অপসারণের পর শিলিগুড়িতে নতুন রাজনৈতিক সমীকরণ। প্রসঙ্গত, লোকসভা ভোটে আসানসেল বাবুল সুপ্রিয়র জয়ের পর দলে একইরকম ভাবে গুরুত্ব খর্ব হয়েছিল মন্ত্রী মলয় ঘটকের।

.