৬দিন অতিক্রান্ত, এখনও অধরা ধর্ষকরা, ক্ষোভে ফুঁসছে রানাঘাট, সঙ্গে গোটা রাজ্যও

রাজ্য পুলিস-সিআইডির হাত ঘুরে তদন্তভার এখন সিবিআইয়ের হাতে যাওয়ার অপেক্ষা।  কিন্তু, রানাঘাটকাণ্ডের ৬দিন পরও ধরা যায়নি একজন দুষ্কৃতীকেও।

Updated By: Mar 19, 2015, 08:26 PM IST
৬দিন অতিক্রান্ত, এখনও অধরা ধর্ষকরা, ক্ষোভে ফুঁসছে রানাঘাট, সঙ্গে গোটা রাজ্যও

ব্যুরো: রাজ্য পুলিস-সিআইডির হাত ঘুরে তদন্তভার এখন সিবিআইয়ের হাতে যাওয়ার অপেক্ষা।  কিন্তু, রানাঘাটকাণ্ডের ৬দিন পরও ধরা যায়নি একজন দুষ্কৃতীকেও।

ক্ষোভে ফুঁসছে রানাঘাট। স্লোগান উঠছে হোক পরিবর্তন। কেটে গেছে ৬দিন
অধরা দুষ্কৃতীরা।  ফুঁসছে রানাঘাট।

বাড়ছে ক্ষোভ। জোরালো হচ্ছে প্রতিবাদের সুর। প্রবীণ সন্যাসীকে গণধর্ষণের তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দিতে চেয়েছেন মুখ্যমন্ত্রী।

দোষীদের গ্রেফতারের দাবিতে বুধবার থেকেই স্কুলের পাশে ধরনামঞ্চ বেধে আন্দোলন চালিয়ে যাচ্ছে ছাত্রছাত্রীরা। বৃহস্পতিবার তাঁদের পাশে দাঁড়ান আমরা আক্রান্তের প্রতিনিধিরা। হাসপাতালে গিয়ে নির্যাতিতার সঙ্গে দেখা করেন অম্বিকেশ মহাপাত্র, মৌসুমী কয়ালরা।

রাস্তায় নেমেছে রাজনৈতিক দলগুলিও। বুধবার বারোঘণ্টার রানাঘাট বনধের ডাক দিয়েছিল SUC। বিকেলে মোমবাতি মিছিল করে SFI।

  

.