EXCLUSIVE: রেলের পরীক্ষার আগেই ফাঁস প্রশ্ন
পূর্ব রেলের চাকরির পরীক্ষার আগেই ফাঁস হয়ে গেল উত্তর সহ প্রশ্নপত্র। সেই প্রশ্নপত্রের এক্সক্লুসিভ কপি এসেছে চব্বিশঘণ্টার হাতেও। রবিবারই ছিল পূর্ব রেলের গ্রুপ ডি পদে নিয়োগের ওই পরীক্ষা। দেখা গিয়েছে, ফাঁস হওয়া প্রশ্নপত্রের সঙ্গে হুবহু মিলে গিয়েছে পরীক্ষার প্রশ্নপত্র।
হাওড়া: পূর্ব রেলের চাকরির পরীক্ষার আগেই ফাঁস হয়ে গেল উত্তর সহ প্রশ্নপত্র। সেই প্রশ্নপত্রের এক্সক্লুসিভ কপি এসেছে চব্বিশঘণ্টার হাতেও। রবিবারই ছিল পূর্ব রেলের গ্রুপ ডি পদে নিয়োগের ওই পরীক্ষা। দেখা গিয়েছে, ফাঁস হওয়া প্রশ্নপত্রের সঙ্গে হুবহু মিলে গিয়েছে পরীক্ষার প্রশ্নপত্র।
পূর্ব রেলের গ্রুপ ডি পদে নিয়োগের পরীক্ষা। রবিবার সেই পরীক্ষার আগেই রাতে অভিযান চালায় দক্ষিণ পূর্ব রেলের ভিজিল্যান্স বিভাগ। নদীয়ার বাংলাদেশ সীমান্তের ঘাঘুরগাছিগ্রাম থেকে উদ্ধার হয় হাতে লেখা প্রশ্নপত্র। সঙ্গে উত্তর।
প্রশ্নপত্র সহ চব্বিশজন আটক হওয়ার পরই নড়েচড়ে বসেন ভিজিল্যান্স অফিসাররা। রবিবার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে গিয়ে তাঁরা প্রশ্নপত্র মিলিয়ে দেখেন। দেখা যায় ফাঁসহওয়া প্রশ্নের সঙ্গে তা হুবহু মিলে গিয়েছে।
প্রশ্নপত্র ফাঁসের প্রমাণ পাওয়ার পরই সেকথা জানানো হয় রেলওয়ে রিক্রুটমেন্ট সেলকে। এরপর তবে কী ফের নতুন করে পরীক্ষা নেবে রেল? তার ওপর আপাতত নির্ভর করছে দেড় লক্ষেরও বেশি পরীক্ষার্থীর ভবিষ্যত।
এর আগেও একাধিকবার প্রশ্নফাঁসের ঘটনা সামনে এসেছে। তবে এবারই প্রথম ফাঁস হওয়া প্রশ্নের সঙ্গে আসল প্রশ্নপত্র পুরোপুরি মিলে গিয়েছে। তবে রেলসূত্রে খবর, প্রশ্নফাঁসের ঘটনায় তদন্ত শুরু হলেও কখনই তা বেশিদূর এগোয়নি। ফলে এবারওতদন্ত কতদূর এগোবে, তা নিয়ে সংশয় রয়েই গিয়েছে।