রায়গঞ্জ : গণধর্ষণের অভিযোগ করায় কিশোরীকে প্রাণনাশের হুমকি

প্রথমে গণধর্ষণ, পুলিসে অভিযোগ দায়ের করায় রায়গঞ্জে এক কিশোরীকে ফের তুলে নিয়ে গিয়ে হুমকি দিল দুষ্কৃতীরা। পুলিসের কাছে গণধর্ষণের অভিযোগ দায়ের করার পরই  সপ্তম শ্রেণির ছাত্রী ওই কিশোরীকে ফের তুলে নিয়ে যায় দুষ্কৃতীরা। যাঁর বিরুদ্ধে অভিযোগ, সেই জ্যোতিষ ভৌমিককে এখনও গ্রেফতার করেনি পুলিস। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দিব্যি ঘুরে বেড়াচ্ছে সে।

Updated By: Mar 1, 2012, 09:44 PM IST

প্রথমে গণধর্ষণ, পুলিসে অভিযোগ দায়ের করায় রায়গঞ্জে এক কিশোরীকে ফের তুলে নিয়ে গিয়ে হুমকি দিল দুষ্কৃতীরা। পুলিসের কাছে গণধর্ষণের অভিযোগ দায়ের করার পরই  সপ্তম শ্রেণির ছাত্রী ওই কিশোরীকে ফের তুলে নিয়ে যায় দুষ্কৃতীরা। যাঁর বিরুদ্ধে অভিযোগ, সেই জ্যোতিষ ভৌমিককে এখনও গ্রেফতার করেনি পুলিস। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দিব্যি ঘুরে বেড়াচ্ছে সে।

অভিযোগ, গত ২৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় স্থানীয় বাসিন্দা জ্যোতিষ ভৌমিক কিশোরীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর অটো রিকশায় করে এদিক-সেদিক ঘুরে কিশোরীকে নিয়ে যাওয়া হয় স্থানীয় পাতিমিলের মাঠে। সেখানে আরও দুজনকে নিয়ে গিয়ে জ্যোতিষ ভৌমিক ওই কিশোরিকে ধর্ষণ করে বলে অভিযোগে জানিয়েছে ওই কিশোরী। ধর্ষণের পর রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ে কিশোরীকে ফেলে রেখে পালিয়ে যায় জ্যোতিষ ভৌমিক এবং তাঁর সঙ্গীরা। সকালে বাড়িতে ফেরে ওই কিশোরী। সেদিনই অর্থাত্‍ ২৮ ফেব্রুয়ারি পুলিসের কাছে অভিযোগ দায়ের করে তার পরিবার। কিন্তু পুলিসের বক্তব্য, ২৯ ফেব্রুয়ারি অভিযোগ জমা পড়েছে। সেদিনই মেডিক্যাল পরীক্ষা করা হয় কিশোরীর।
অভিযোগ, বুধবার বাড়ি থেকে বেরোলে কিশোরীকে ফের তুলে নিয়ে যায় জ্যোতিষ ভৌমিক। সারা রাত আটকে রেখে প্রাণনাশের হুমকি দেওয়া হয় তাকে। ঘটনা জানাজানি হলে তারা ওই কিশোরীকে বাংলাদেশে পাচার করে দেবে বলে হুমকি দেয়। এরপর থেকে আর বাইরে বেরোচ্ছে না ওই কিশোরী। বন্ধ হয়েছে স্কুল যাওয়া। আতঙ্কে আর উত্কন্ঠায় বাড়িতেই কাটছে কিশোরীর প্রতি মুহূর্ত। ঘটনায় প্রশ্ন উঠছে, পুলিসি নিষ্ক্রিয়তার বদান্যতায় রাজ্যে কি ক্রমশ বেপরোয়া হয়ে উঠছে দুষ্কৃতীরা?

Tags:
.