আবার অধ্যক্ষ নিগ্রহ রায়গঞ্জে

রায়গঞ্জ কলেজে ফের অধ্যক্ষ নিগ্রহ। এবারে কাঠগড়ায় ছাত্র পরিষদ। ছাত্র সংসদের প্রতিনিধিদের সঙ্গে আজ আলোচনায় বসেছিলেন অধ্যক্ষ। আচমকাই কয়েকজন ছাত্র পরিষদ সমর্থক তাঁর ঘরে ভাঙচুর শুরু করেন। তাঁর প্রাণনাশের চেষ্টা করা হয় বলেও অভিযোগ অধ্যক্ষ শত্রুঘ্ন সিনহার।

Updated By: Mar 1, 2012, 07:23 PM IST

রায়গঞ্জ কলেজে ফের অধ্যক্ষ নিগ্রহ। এবারে কাঠগড়ায় ছাত্র পরিষদ। ছাত্র সংসদের প্রতিনিধিদের সঙ্গে আজ আলোচনায় বসেছিলেন অধ্যক্ষ। আচমকাই কয়েকজন ছাত্র পরিষদ সমর্থক তাঁর ঘরে ভাঙচুর শুরু করেন। তাঁর প্রাণনাশের চেষ্টা করা হয় বলেও অভিযোগ অধ্যক্ষ শত্রুঘ্ন সিনহার।
গত ৫ জানুয়ারি তৃণমূল সমর্থকদের হেনস্থার শিকার হয়েছিলেন তত্কালীন অধ্যক্ষ দিলীপ দে সরকার। এরপরেই দায়িত্ব থেকে অব্যাহতি নেন তিনি। অধ্যক্ষের দায়িত্বে নিয়ে আসা হয় শত্রুঘ্ন সিনহাকে । গত ২১ ফেব্রুয়ারি তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে প্রাক্তন ছাত্রনেতা কল্যাণ দাসের বিরুদ্ধে। কিন্তু ছাত্র পরিষদ জানিয়ে দেয় কল্যাণ দাস বর্তমানে তৃণমূলের সঙ্গে আছেন । ২৫ ফেব্রুয়ারি ফের হেনস্থার অভিযোগ জানান অধ্যক্ষ শত্রুঘ্ন সিনহা। ছদফা দাবির ভিত্তিতে ডেপুটেশন ও তাঁকে ঘেরাও করেন ছাত্র পরিষদ সমর্থকেরা। ভিত্তিহীন দাবি নিয়ে হেনস্থার উদ্যেশ্যেই তাঁকে ঘেরাও করা হয়েছে বলে অভিযোগ জানান অধ্যক্ষ। ২৭ ফেব্রুয়ারি ফের অধ্যক্ষকে ঘেরাও করে ছাত্র পরিষদ । ছাত্রদের অভিযোগ ছিল, তৃণমূলের হয়ে কাজ করছেন অধ্যক্ষ। একইসঙ্গে অধ্যক্ষের মন্তব্য প্রত্যাহারের দাবিও জানাতে থাকেন তাঁরা। সেদিন রায়গঞ্জ থানার আইসির মধ্যস্থতায় ঘেরাও উঠে যায় । সিদ্ধান্ত হয়, ২৯ ফেব্রুয়ারি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ঘুরে এসে সব প্রশ্নের উত্তর দেবেন তিনি। বৃহস্পতিবার সেকারণেই ছাত্র সংসদ প্রতিনিধিদের তাঁর ঘরে ডেকেছিলেন অধ্যক্ষ। সেইসময় আচমকাই কয়েকজন ছাত্র পরিষদ সমর্থক ভাঙচুর শুরু করেন । অধ্যক্ষকে জোর করে ঘরে আটকে রাখা হয়। তাঁর প্রাণনাশেরও চেষ্টা করা হয় বলে অভিযোগ জানিয়েছেন অধ্যক্ষ শত্রুঘ্ন সিনহা। নিগ্রহ এবং ভাঙচুরের ঘটনায় বহিরাগতরাও ছিল বলে অভিযোগ জানিয়েছেন অধ্যক্ষ ।

.