মান বাঁচানো রূপাকে ছাড়াই সাত্তোরের নির্যাতিতাকে নিয়ে সভা রাহুল সিনহার

Updated By: Aug 19, 2015, 11:44 PM IST
মান বাঁচানো রূপাকে ছাড়াই সাত্তোরের নির্যাতিতাকে নিয়ে সভা রাহুল সিনহার

শেষ মুহূর্তে ঝাঁপিয়ে পড়ে সাত্তোরের নির্যাতিতার তৃণমূলে যোগদান আটকেছেন  রূপা গাঙ্গুলি। আজ সেই রূপাকে ছাড়াই সাত্তোরের নির্যাতিতাকে নিয়ে সভা করলেন রাহুল সিনহারা। রাহুল সিনহাদের বিরুদ্ধে তোপ দেগে রূপাকেই নেতৃত্বে চাইলেন দুধকুমার মণ্ডল। হৃদয় ঘোষ, নিমাই দাসদের আটকান যায়নি।  বিজেপি ছেড়ে হূদয় ঘোষের মাথায় এখন অনুব্রত মণ্ডলের হাত।

তবে রূপা গাঙ্গুলির কথায় বিজেপিতেই রয়ে গিয়েছেন সাত্তোরের  নির্যাতিতা। বীরভূমে নিজেদের অস্তিত্ব  জাহিরে মরিয়া বিজেপি বুধবার সেই নির্যাতিতাকে নিয়েই ধরনা বিক্ষোভে বসল। উপস্থিত ছিলেন রাহুল সিনহা, শমীক ভট্টাচার্যরা।  পুলিসের বিরুদ্ধে কাজে গাফিলতির অভিযোগ তুলেছে বিজেপি। এসপি অফিসের সামনে যখন বিজেপি সভা করছে তখন ঢিল ছোড়া দূরত্বে বসে রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে তোপ দাগলেন দলের প্রাক্তন জেলা সভাপতি দুধকুমার মণ্ডল।

এ দিন রূপা গাঙ্গুলির পক্ষে জোর সওয়াল করেছেন দুধকুমার। দুধকুমারকে সরিয়ে বীরভূমে রাহুল সিনহা যে আত্মঘাতী গোল করতে বসেছিলেন, শেষ মুহূর্তে ঝাপিয়ে পড়ে সে গোল বাঁচিয়েছেন রূপা। বুধবার অবশ্য রূপাকে ছাড়াই সভা করলেন বিজেপি রাজ্য নেতৃত্ব।

 

 

.