মালবাজারে উদ্ধার দশ ফুট লম্বা পাইথন

মালবাজারের ওদলাবাড়িতে ঘিস নদী থেকে উদ্ধার হল একটি পাইথন। পাইথনটি প্রায় দশ ফুট লম্বা। চুইখিম পাহাড় থেকে ঘিস নদীতে পড়ে গিয়ে ভাসতে ভাসতে ঘিস বস্তিতে চলে আসে পাইথনটি। স্থানীয় বাসিন্দারা পাইথনটি উদ্ধার করে বনকর্মীদের হাতে তুলে দেয়। বনকর্মীরা পাইথনটি গরুমারা জঙ্গলে নিয়ে গিয়েছেন।

Updated By: May 16, 2015, 10:49 AM IST
মালবাজারে উদ্ধার দশ ফুট লম্বা পাইথন

ওয়েব ডেস্ক: মালবাজারের ওদলাবাড়িতে ঘিস নদী থেকে উদ্ধার হল একটি পাইথন। পাইথনটি প্রায় দশ ফুট লম্বা। চুইখিম পাহাড় থেকে ঘিস নদীতে পড়ে গিয়ে ভাসতে ভাসতে ঘিস বস্তিতে চলে আসে পাইথনটি। স্থানীয় বাসিন্দারা পাইথনটি উদ্ধার করে বনকর্মীদের হাতে তুলে দেয়। বনকর্মীরা পাইথনটি গরুমারা জঙ্গলে নিয়ে গিয়েছেন।

স্থানীয় মানুষরা বলছেন, প্রথমে তারা এই পাইতনটি দেখে আতঙ্কিত হয়ে পড়েন। পরে বিশেষ কৌশলে তারা পাইথনটিকে উদ্ধার করে বন কর্মীদের হাতে তুলে দেন। বনকর্মীরা জানান, চুইখিম পাহাড় থেকে ঘিস নদীতে পড়ে গিয়ে ভাসতে ভাসতে ঘিস বস্তিতে চলে আসে পাইথনটি।

.