জমি জটে আটকে পুরুলিয়ার কংসাবতী নদীর সেতু নির্মানের কাজ

জমি জটে আটকে গেল পুরুলিয়ার কংসাবতী নদীর ওপর সেতু নির্মাণের কাজ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আগে থেকে পুরো জমি অধিগ্রহণ না করেই সেতু নির্মাণের কাজে হাত দেয় প্রশাসন। ফলে এক বছরের মাথাতেই বন্ধ হয়ে গেল কাজ। অবিলম্বে কাজ শেষ না হলে বর্ষার সময় চরম দুর্ভোগে পড়ার আশঙ্কা করছেন বাসিন্দারা।

Updated By: Feb 16, 2014, 12:38 PM IST

জমি জটে আটকে গেল পুরুলিয়ার কংসাবতী নদীর ওপর সেতু নির্মাণের কাজ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আগে থেকে পুরো জমি অধিগ্রহণ না করেই সেতু নির্মাণের কাজে হাত দেয় প্রশাসন। ফলে এক বছরের মাথাতেই বন্ধ হয়ে গেল কাজ। অবিলম্বে কাজ শেষ না হলে বর্ষার সময় চরম দুর্ভোগে পড়ার আশঙ্কা করছেন বাসিন্দারা।

আশেপাশের বেশকিছু গ্রামের বাসিন্দাদের সুবিধার্থে দুহাজার এগারো সালে শুরু হয় পুরুলিয়ায় কংসাবতী নদীর ওপর সেতু নির্মাণের কাজ। সেতু নির্মাণের জন্য বরাদ্দ হয় ঊনিশ কোটি টাকা। স্বেচ্ছায় জমি দান করেন পঞ্চাশ জন কৃষক। কিন্তু সেতুর সঙ্গে যোগাযোগের রাস্তার জন্য প্রয়োজনীয় কুড়ি বিঘা জমি দিতে অস্বীকার করেন একজন জমি মালিক। ফলে বছর ঘুরতে না ঘুরতেই বন্ধ হয়ে গেল প্রকল্পের কাজ।

২০১৩ সালের অক্টোবরেই এই সেতুর কাজ শেষ হওয়ার কথা থাকলেও, তা না হওয়াতে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। জেলা পরিষদের সভাধিপতি অবশ্য বলছেন, সমস্যা মিটিয়ে শীঘ্রই শেষ করা হবে সেতু তৈরির কাজ। কংসাবতী নদী পেরিয়ে যাতায়াত করেন আশেপাশের গ্রামের বাসিন্দারা। অবিলম্বে সেতু তৈরি না হলে বর্ষায় আবারও দুর্ভোগের আশঙ্কা করছেন তাঁরা।

.