পুরভোটের আগে পুরো মহাকরণ হাবরায়

জমজমাট হাবরা পুরভোটের লড়াই। জয়ের বিষয়ে একশো শতাংশ নিশ্চিত গতবারের জয়ী তৃণমূল কংগ্রেস। ভোটের লড়াইয়ে বামেদের মূল ইস্যু সন্ত্রাস। আগামী একুশ তারিখ হাবরায় ভোট। মানুষের রায় কোনদিকে তা জানা যাবে ২৪ তারিখ।

Updated By: Sep 18, 2013, 10:43 PM IST

জমজমাট হাবরা পুরভোটের লড়াই। জয়ের বিষয়ে একশো শতাংশ নিশ্চিত গতবারের জয়ী তৃণমূল কংগ্রেস। ভোটের লড়াইয়ে বামেদের মূল ইস্যু সন্ত্রাস। আগামী একুশ তারিখ হাবরায় ভোট। মানুষের রায় কোনদিকে তা জানা যাবে ২৪ তারিখ।
গত সাতদিনে এমন কোনও মন্ত্রী নেই যাঁরা হাবরায় আসেননি। কেন হাবরা নিয়ে মন্ত্রীদের এত ভাবনা? কারণ একটাই। পঞ্চায়েত নির্বাচনে একটু হলেও ধাক্কা খেয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের সাম্রাজ্য। গত লোকসভা, বিধানসভা নির্বাচনের তুলনায় বহু জায়গায় মার্জিন কমেছে তৃণমূলের। সে কারণেই পুরভোটে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়েছে তৃণমূল। এবারে ২৪ আসনে হাড্ডাহাড্ডি লড়াই।
জল, রাস্তা, উন্নয়ন সব ইস্যুকে ছাপিয়ে এবার বামেদের মূল ইস্যু সন্ত্রাস। জয়ের বিষয়ে ১০০ শতাংশ নিশ্চিত জ্যোতিপ্রিয় মল্লিক। কিন্তু জয় নিশ্চিত জেনেও কেন মুখ্যমন্ত্রীকে বাদ দিয়ে পুরো মহাকরণ হাবরায়?
 
এই লড়াইয়ে টিম টিম করে জ্বলছে কংগ্রেস। ভোট কেটে অন্য কারোর পথের কাঁটা হওয়ার শক্তিও তাদের নেই। এসবের মধ্যেই নজর থাকবে বাপি চৌধুরীর কেন্দ্রের দিকে। খুন হয়েছিলেন বাপি চৌধুরী। এবার তাঁর স্ত্রী প্রার্থী হয়েছেন। তৃণমূলের অস্বস্তি হয়ে ভোটের ময়দানে হাজির বিক্ষুব্ধ তিন তৃণমূল প্রার্থী।

.