খাদ্যমন্ত্রীর দাবি নস্যাৎ করে বাজারে বিকোচ্ছে বেশি দামের আলু
খাদ্যমন্ত্রী বলছেন, আলুর দাম নিয়ন্ত্রণে। অথচ আমজনতার অভিজ্ঞতা অন্যরকম। চোদ্দ টাকা কেজির সরকারি আলু কার্যত পাওয়াই যাচ্ছে না। কিন্তু মিলনমেলায় পচছে বস্তা বস্তা আলু। আর বাজারে আলু বিকোচ্ছে বাইশ টাকা কেজি দরে।বাজারে আলুর চড়া দাম। অথচ রাজ্য সরকারের বক্তব্য, পরিস্থিতি নিয়ন্ত্রণেই আছে।
কলকাতা: খাদ্যমন্ত্রী বলছেন, আলুর দাম নিয়ন্ত্রণে। অথচ আমজনতার অভিজ্ঞতা অন্যরকম। চোদ্দ টাকা কেজির সরকারি আলু কার্যত পাওয়াই যাচ্ছে না। কিন্তু মিলনমেলায় পচছে বস্তা বস্তা আলু। আর বাজারে আলু বিকোচ্ছে বাইশ টাকা কেজি দরে।বাজারে আলুর চড়া দাম। অথচ রাজ্য সরকারের বক্তব্য, পরিস্থিতি নিয়ন্ত্রণেই আছে।
কিন্তু আলু নিয়ে জনগণের ভোগান্তি অব্যাহত। সরকারি হুঁশিয়ারি সত্ত্বেও বেড়েই চলেছে দাম। সরকারি আলু প্রায় কোনও বাজারেই মিলছে না। ব্যতিক্রম শুধু মানিকতলা। সেখানেও সরকারি গাড়ি থেকে আলু কিনতে লাইন দিতে হচ্ছে।
ব্যবসায়ীরা সাফ জানাচ্ছেন, তাঁরাও নিরুপায়।
বাজারে কম দামে আলুর আকাল। অথচ মিলনমেলায় একবার ঢুঁ মারতেই চোখ কপালে ওঠার জোগাড়। কম দামে বাজারে বেচতে এখানেই আলু মজুত করেছিল সরকার। কিন্তু এখন পচছে বস্তাবোঝাই সেই আলু।
তাহলে আমজনতার ভরসা কোথায়? আলুর দাম কি আর আদৌ
কমবে, প্রশ্ন উঠছেই।