সবজির দাম আগুন, সুযোগ বুঝে মালদায় চলছে সবজি লুঠপাট
বাজারে সবজির দাম আগুন। মওকা বুঝে শুরু হয়ে গেল সবজি লুঠপাট। মালদার মানিকচক, রতুয়ার একাধিক বাজারে আলু, পেঁয়াজ, শাকসবজি লুঠ হল। ঘটনাগুলির সত্যতা স্বীকার করে নিয়েছে প্রশাসনও। আজ সকালে মালদার ধরমপুর বাজারে সবজি লুঠ করা হয়েছে।
বাজারে সবজির দাম আগুন। মওকা বুঝে শুরু হয়ে গেল সবজি লুঠপাট। মালদার মানিকচক, রতুয়ার একাধিক বাজারে আলু, পেঁয়াজ, শাকসবজি লুঠ হল। ঘটনাগুলির সত্যতা স্বীকার করে নিয়েছে প্রশাসনও। আজ সকালে মালদার ধরমপুর বাজারে সবজি লুঠ করা হয়েছে।
প্রায় ২০০ দোকান বসে এই বাজারে। আচমকা বচসা শুরু হয় শাকসবজির দাম নিয়ে। সবকিছুরই দাম খুব বেশি এই অভিযোগ তুলে লুঠপাট করতে থাকে কিছু মানুষ। এরপরই বাজারজুড়ে লুঠপাট শুরু হয়ে যায়। প্রায় ৩০ থেকে ৩৫জন দুষ্কৃতী এই কাজ করেছে বলে অভিযোগ বিক্রেতাদের। তাঁদের দাবি, বাজার করতে আসা স্থানীয় গ্রামবাসীদের একাংশও এই সুযোগে লুঠপাট চালিয়েছে।
পুলিসে খবর দেওয়া হলেও তাঁরা অনেক দেরিতে আসে বলে অভিযোগ। প্রায় একই কায়দায় রতুয়া দুই ব্লকের অচিনতলা ও রতুয়া এক ব্লকের বালুটোলা হাট থেকে শাকসবজি, আলু-পেঁয়াজ লুঠ হয়েছে। গতকাল সন্ধেয় মানিকচকের শোভানগর হাটেও একদল দুষ্কৃতী লুঠপাট চালায়। তবে এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।