মুর্শিদাবাদে সমাজকর্মী আখতার হোসেন খুনের ঘটনায় গ্রেফতার তিন, প্রকৃত দোষীদের আড়াল করতেই পুলিস গ্রেফতার করেছেন নাগরিক সুরক্ষা মঞ্চের তিনজনকে, অভিযোগ গ্রামবাসীদের

সমাজকর্মী আখতার হোসেনের খুনের ঘটনায় এখনও পর্যন্ত তিনজনকে গ্রেফতার করল পুলিস।  যদিও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ধৃতরা কোনওভাবেই খুনের সঙ্গে যুক্ত নন। তাঁরাও কোনও না কোনও সময়ে নাগরিক সুরক্ষা মঞ্চের সঙ্গে যুক্ত ছিল। প্রকৃত দোষীদের আড়াল করতেই পুলিস ওই তিনজনকে গ্রেফতার করেছে বলে অভিযোগ গ্রামবাসীদের।

Updated By: Nov 12, 2013, 11:42 AM IST

সমাজকর্মী আখতার হোসেনের খুনের ঘটনায় এখনও পর্যন্ত তিনজনকে গ্রেফতার করল পুলিস।  যদিও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ধৃতরা কোনওভাবেই খুনের সঙ্গে যুক্ত নন। তাঁরাও কোনও না কোনও সময়ে নাগরিক সুরক্ষা মঞ্চের সঙ্গে যুক্ত ছিল। প্রকৃত দোষীদের আড়াল করতেই পুলিস ওই তিনজনকে গ্রেফতার করেছে বলে অভিযোগ গ্রামবাসীদের।
রবিবার রাতে মুর্শিদাবাদের সামসেরগঞ্জের তারাপুরে উদ্ধার হয় হাজি আখতার হোসেন নামে ওই সমাজকর্মীর দেহ। স্থানীয় মাদক বিরোধী নাগরিক সুরক্ষা মঞ্চের সদস্য ছিলেন আখতার হোসেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মাদকবিরোধী আন্দোলন করায় খুন করা হয়েছে আখতার হোসনকে। আগেও বেশ কয়েকবার তাঁকে খুনের হুমকি দেওয়া হয়।

.