সাঁতরাগাছি স্টেশনে অন্তঃসত্ত্বা যাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ টিকিট পরীক্ষকের বিরুদ্ধে

অন্তঃসত্ত্বা যাত্রীকে শ্লীলতাহানি ও মারধরের অভিযোগ উঠল টিকিট পরীক্ষকের বিরুদ্ধে। আজ সকালে হাওড়াগামী ডাউন আমেদাবাদ এক্সপ্রেসে ঘটনাটি ঘটে বলে অভিযোগ। অভিযোগ ট্রেনটি সাঁতরাগাছি স্টেশনে পোঁছলে টিকিট পরীক্ষক ওই দম্পতির কাছে অতিরিক্ত টাকা দাবি করেন। সংরক্ষিত কামরায় ওই দম্পতির কাছে বৈধ টিকিট থাকলেও পরিচয়পত্র ছিল না ।

Updated By: Dec 7, 2013, 06:48 PM IST

অন্তঃসত্ত্বা যাত্রীকে শ্লীলতাহানি ও মারধরের অভিযোগ উঠল টিকিট পরীক্ষকের বিরুদ্ধে। আজ সকালে হাওড়াগামী ডাউন আমেদাবাদ এক্সপ্রেসে ঘটনাটি ঘটে বলে অভিযোগ। অভিযোগ ট্রেনটি সাঁতরাগাছি স্টেশনে পোঁছলে টিকিট পরীক্ষক ওই দম্পতির কাছে অতিরিক্ত টাকা দাবি করেন। সংরক্ষিত কামরায় ওই দম্পতির কাছে বৈধ টিকিট থাকলেও পরিচয়পত্র ছিল না ।

প্রথমে টাকা দিতে অস্বীকার করেন ওই দম্পতি। পরে টাকা দেওয়ার ছবি মোবাইলে তুলে রাখতে গেলেই বাধে বিপত্তি। ওই মহিলাকে মারধর শুরু করেন কর্তব্যরত টিটি। মারধরে অসুস্থ হয়ে পড়েন ওই মহিলা। মহিলার স্বামীকেও মারধর করা হয় বলে অভিযোগ। ট্রেনটি হাওড়া স্টেশনে পৌঁছলে বেশ কিছুক্ষণ অসুস্থ হয়ে পড়েছিলেন ওই মহিলা। পরে তাঁকে হাসপাতালে পাঠানো হয়। অভিযুক্ত টিটির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ওই মহিলার স্বামী।

.