ফের চোরাকারবারিদের থেকে উদ্ধার বহুমূল্য সাপের বিষ
ফের চোরাকারবারি থেকে বহু মূল্য সাপের বিষ উদ্ধার করল বন দফতর। গত কাল দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে হানা দেয় জলপাইগুড়ির বেলাকোবা রেঞ্জের আধিকারিকরা। তিনটি জার ভর্তি সাপের বিষের পাশাপাশি উদ্ধার হয়েছে একটি নাইন এমএম পিস্তল ও নয় রাউন্ড কার্তুজ। জুন মাসের শেষে বেলাকোবায় উদ্ধার হয়েছিল তিন জার ভর্তি সাপের বিষ।
ব্যুরো: ফের চোরাকারবারি থেকে বহু মূল্য সাপের বিষ উদ্ধার করল বন দফতর। গত কাল দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে হানা দেয় জলপাইগুড়ির বেলাকোবা রেঞ্জের আধিকারিকরা। তিনটি জার ভর্তি সাপের বিষের পাশাপাশি উদ্ধার হয়েছে একটি নাইন এমএম পিস্তল ও নয় রাউন্ড কার্তুজ। জুন মাসের শেষে বেলাকোবায় উদ্ধার হয়েছিল তিন জার ভর্তি সাপের বিষ।
ফ্রান্স থেকে চোরা পথে আনা ওই বিষ নেপাল, শিলিগুড়ি হয়ে ভুটানে পাচার করার চেষ্টা হচ্ছিল । সোমবার ফের একবার বিষের চোরা কারবার রুখে দিলেন বেলাকোবা রেঞ্জের বন কর্মীরা।
আগের বারে ধৃতদের থেকেই বন কর্মীরা জানতে পেরেছিলেন বাংলাদেশ সীমান্ত অঞ্চলে আরও বিষ ভর্তি জার রয়েছে। সেই মতো চার কোটি টাকার টোপ দেয় বন দফতর। সেই ফাঁদেই পা দেয় চোরাকারবারিরা।
দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে বাস থামিয়ে উদ্ধার হয় বহুমূল্য সাপের বিষ
তিনটি জার ভর্তি সাপের বিষের পাশাপাশি উদ্ধার হয়েছে একটি নাইন এমএম পিস্তল ও নয় রাউন্ড কার্তুজ।
উদ্ধার হওয়া বিষ পরীক্ষার জন্য গবেষণাগারে পাঠানো হবে। তবে সাপের বিষ পরিক্ষার পর্যাপ্ত পরিকাঠামো এখনও এ দেশে নেই।
পর পর দুবার বিষ উদ্ধারের ঘটনায় বড় আন্তর্জাতিক পাচার চক্রের ছায়া দেখছেন বিশেষজ্ঞরা।