শিক্ষায় নৈরাজ্য, রাজ্যের সমালোচনায় প্রণব
শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য নিয়ে রাজ্য প্রশাসনের ভূমিকার কড়া সমালোচনা করলেন অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়। কলেজে কলেজে অধ্যক্ষ নিগ্রহ এবং ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে সংঘর্ষ বেড়ে চলায় উদ্বেগ প্রকাশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য নিয়ে রাজ্য প্রশাসনের ভূমিকার কড়া সমালোচনা করলেন অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়। কলেজে কলেজে অধ্যক্ষ নিগ্রহ এবং ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে সংঘর্ষ বেড়ে চলায় উদ্বেগ প্রকাশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তিনি বলেন, কলেজ ক্যাম্পাসে শান্তি বজায় রাখার দায়িত্ব প্রশাসনের। যাদবপুর বিদ্যাপীঠ, রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজের পর অধ্যক্ষ নিগ্রহের ঘটনা ঘটে রামপুরহাটেও। মুখ্যমন্ত্রী বিষয়টিকে ছোট ঘটনা বলে লঘু করতে চাইলেও অধ্যক্ষ নিগ্রহে বিভিন্ন মহলে প্রতিবাদের ঝড় ওঠে। বামেদের পাশাপাশি এই ইস্যুতে আন্দোলনে পথে নামে কংগ্রেসও। মুখ খোলেন রাজ্যপাল এম কে নারায়ণন। বিবৃতি দিয়ে অধ্যক্ষ নিগ্রহের ঘটনায় চূড়ান্ত উদ্বেগ প্রকাশ করেছিলেন তিনি। ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্রসংঘর্ষ-সহ এ জাতীয় অশান্তি বাড়তে থাকায় রীতিমতো চাপে সরকার। ঠিক এই সময় শিক্ষাক্ষেত্রে বিশৃঙ্খলা নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর প্রশাসনের সমালোচনা করাকে তাত্পর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।