ক্ষতির মুখে বর্ধমানের আলু চাষিরা
সঙ্কটের মুখে শস্যগোলা বর্ধমান। ঘন কুয়াশার কারণে সমস্যা দেখা দিয়েছে শীতকালীন সব্জির ফলনে। সবচেয়ে বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা আলু চাষের। ইতিমধ্যে বহু জায়গায় আলু গাছে রোগ দেখা দিতে শুরু করেছে। এভাবে দিনের পর দিন কুয়াশার প্রকোপ চলতে থাকলে চরম ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।
সঙ্কটের মুখে শস্যগোলা বর্ধমান। ঘন কুয়াশার কারণে সমস্যা দেখা দিয়েছে শীতকালীন সব্জির ফলনে। সবচেয়ে বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা আলু চাষের। ইতিমধ্যে বহু জায়গায় আলু গাছে রোগ দেখা দিতে শুরু করেছে। এভাবে দিনের পর দিন কুয়াশার প্রকোপ চলতে থাকলে চরম ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।
রাজ্যের অন্যান্য প্রান্তের মতো শীতের কামড়ে কাঁপছে বর্ধমানও। তার ওপর উপরি পাওনা ঘন কুয়াশা। প্রতিদিনই প্রায় দুপুর পর্যন্ত চলছে কুয়াশার দাপট। এর জেরে কার্যত মাথায় হাত কৃষকদের। কারণ কুয়াশার কারণে ক্ষতি হচ্ছে ফসলের। বিশেষ করে আলু চাষ বড়সড় ক্ষতির মুখে। মেমারি, জামালপুর, রায়না সহ বহু এলাকায় শীত পড়তেই আলুচাষ শুরু হয়ে যায়। অন্যদিকে, আউশগ্রামস খণ্ডঘোষ, গলসী সহ অন্যান্য জায়গায় চাষ হয় বেশখানিকটা দেরিতে। যেসমস্ত এলাকায় শীতের শুরুতে চাষ হয়েছে, মূলত সেখানেই সমস্যা বেশি বলে জানিয়েছেন কৃষকরা। রোগ দেখা দিতে শুরু করেছে আলু গাছে।
সার থেকে বীজ, সবকিছুর দাম আকাশছোঁয়া। এত খরচের পর আলুর ফলন এভাবে নষ্ট হতে বসায় স্বভাবতই ক্ষতির চিন্তায় দিশেহারা কৃষকরা। বিভিন্ন সংক্রামক রোগ আটকাতে মোটা অঙ্কের বিনিময়ে কীটনাশক কিনে তা জমিতে ছড়াচ্ছেন কৃষকরা। ফলে ক্রমেই আরও বাড়ছে উত্পাদন খরচ। কিন্তু এতকিছুর পরও ফসল রক্ষা করা সম্ভব হবে কি না তা নিয়ে তাঁদের দুশ্চিন্তার শেষ নেই।