আলুর ফলন মার খাওয়ার আশঙ্কায় হুগলির আলু চাষিরা
জল নেই, গোটা শীতে একবারও তেমন মাঠ ভেজানো বৃষ্টি হয়নি। জল দিচ্ছে না ডিভিসিও। আলুর ফলন মার খাওয়ার আশঙ্কায় হুগলির আলু চাষিরা। চাষিদের দাবি অবিলম্বে জল না পেলে ব্যাপক ক্ষতির মুখে পড়বে আলু চাষ।
ব্যুরো: জল নেই, গোটা শীতে একবারও তেমন মাঠ ভেজানো বৃষ্টি হয়নি। জল দিচ্ছে না ডিভিসিও। আলুর ফলন মার খাওয়ার আশঙ্কায় হুগলির আলু চাষিরা। চাষিদের দাবি অবিলম্বে জল না পেলে ব্যাপক ক্ষতির মুখে পড়বে আলু চাষ।
জলের অভাবে ক্ষতির মুখে পড়তে পারেন হুগলির আলু চাষিরা। পৌষের মধ্যেই জমিতে আটবার সেচ দেওয়ার দরকার থাকলেও জলের অভাবে এবার তিন চার বারের বেশি সেচ দেওয়া যায়নি। জলের অভাবে কোথাও কোথাও গাছ শুকিয়েছে, পাতা হলুদ হয়েছে। অর্থাত্ থমকে গেছে গাছের বৃদ্ধি। যার সরাসরি প্রভাব পড়বে আলুর ফলনে।
সবচেয়ে খারাপ অবস্থা, ধনিয়াখালি,পাণ্ডুয়া, হরিপাল ব্লকে । ধনিয়াখালির ওপর দিয়েই গেছে কানা নদী। মজে যাওয়া কানা নদীর জলেও খানিকটা সুরাহা হত আলুচাষীদের। এবার সেখানে জল নেই। মেলেনি ডিভিসির জল।
ডিভিসির কাছে আবেদন জানিয়েও জল মিলছে না, অভিযোগ জেলা কৃষি কর্মাধ্যক্ষ মানস মজুমদারের। একই সঙ্গে তিনি জানিয়েছেন, চাষের জলের অভাব কিছুটা দূর করতে খারাপ হয়ে যাওয়া ডিপ টিউবওয়েল গুলি সারানো হচ্ছে।