ভোট অশান্তি চলছেই- বেলেঘাটায় আক্রান্ত বিজেপি কর্মীরা,আসানসোলে খুনের হুমকি বাম প্রার্থীর এজেন্টকে

তাঁদের মধ্যে দুজনকে এনআরএস হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাতে আহতদের হাসপাতালে দেখতে যান বিজেপি নেতা রাহুল সিনহা। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে হামলার অভিযোগ এনেছে বিজেপি। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনেরও দ্বারস্থ হচ্ছেন তাঁরা।

Updated By: Apr 2, 2014, 08:48 AM IST

হোর্ডিং লাগানোকে কেন্দ্র করে অশান্তির জেরে বেলেঘাটায় আক্রান্ত হলেন বিজেপি কর্মীরা। মারধর করা হল বিজেপি নেতা গৌতম মালাকারকে। গতকাল রাতে বেলেঘাটার রাখাল দাস স্ট্রিটে ঘটনাটি ঘটে। আক্রান্ত মোট সাত জন বিজেপি কর্মী।

তাঁদের মধ্যে দুজনকে এনআরএস হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাতে আহতদের হাসপাতালে দেখতে যান বিজেপি নেতা রাহুল সিনহা। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে হামলার অভিযোগ এনেছে বিজেপি। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনেরও দ্বারস্থ হচ্ছেন তাঁরা।

এদিকে, এবার বাম প্রার্থীর নির্বাচনী এজেন্টকে খুনের হুমকি। অভিযোগ, আসানসোল কেন্দ্রের সিপিআইএম প্রার্থী বংশগোপাল চৌধুরীর এজেন্ট পার্থ মুখার্জিকে খুনের হুমকি দেয় দুই দুষ্কৃতী। তাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের যোগ রয়েছে বলে দাবি করেছে স্থানীয় সিপিআইএম নেতৃত্ব। যদিও তৃণমূল সেই অভিযোগ অস্বীকার করেছে।

.