অভিযোগের পর অভিযোগে ছত্রভঙ্গ ছত্রধর

ছত্রধর মহাতর বিরুদ্ধে নতুন  অভিযোগ আনল পুলিস। দুই কনস্টেবল কাঞ্চন গড়াই ও সাবির আলি মোল্লাকে অপহরণ ও খুনের অভিযোগ আনা হয়েছে ছত্রধর মহাতর বিরুদ্ধে।

Updated By: Feb 11, 2015, 07:49 PM IST
অভিযোগের পর অভিযোগে ছত্রভঙ্গ ছত্রধর

ওয়েব ডেস্ক: ছত্রধর মহাতর বিরুদ্ধে নতুন  অভিযোগ আনল পুলিস। দুই কনস্টেবল কাঞ্চন গড়াই ও সাবির আলি মোল্লাকে অপহরণ ও খুনের অভিযোগ আনা হয়েছে ছত্রধর মহাতর বিরুদ্ধে।

এর  আগে  ছত্রধরের বিরুদ্ধে  ইউএপিএ সহ ৩৮ মামলা রুজু করে পুলিস।  ৩৮টি মামালাতেই জামিন পেয়েছেন ছত্রধর মহাত। ছাত্রধরের আইনজীবীর দাবি ছত্রধরকে জেলে আটকে রাখতে নতুন

করে কনস্টেবল অপহরণ ও খুনের অভিযোগ আনা হয়েছে।

মাওবাদী নেতা ছত্রধর মহাত এর আগে খুনের মত মামলায় অভিযুক্ত ছিলেন। নতুন করে আবার খুনের মামলায় অভিযুক্ত  হওয়ায় আপাতত জেলেই থাকতে হবে ছত্রধরকে।

শাসকের ছত্রছায়ায় বেড়ে ওঠা ছত্রধরকে পশ্চিমবঙ্গ পুলিস আর ছাড়পত্র দিচ্ছে না এমনই মনে করছেন রাজনৈতিক মহল। একসময় ছত্রধরের বাইকে চেপে জঙ্গলমহল পরিদর্শনে দেখা গিয়েছে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। দিন যত এগিয়েছে দূরত্ব বাড়িয়েছেন মুখ্যমন্ত্রী।  বিরোধীরা মনে করছেন ছত্রধরের মাথার ওপর থেকে  তৃণমূল নেত্রীর হাত সরিয়ে নেওয়ার কারণেই পুলিসি

তৎপরতা বেড়েছে।

.