বাঁকুড়ায় বডি ম্যাসাজের টোপে ব্যবসায়ী খুনের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিস
বাঁকুড়ার ব্যবসায়ী বিপুল রায়চৌধুরীর খুনে অভিযুক্তদের নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করল পুলিস। দুর্গাপুরে প্রায় ৫ ঘণ্টা ধরে চলে পুনর্নিমাণ। সিটি সেন্টার থেকে বিউটি পার্লার সব জায়গায় অভিযুক্তদের নিয়ে যায় পুলিস। বডি ম্যাসাজের টোপ। সেই ফাঁদে পা দিয়েই অপহরণের পর খুন হন বাঁকুড়ার ব্যবসায়ী বিপুল রায়চৌধুরী।
নিজেদের মধ্যে গন্ডগোলের জেরে খুন হয় এক দুষ্কৃতীও। দুজনেরই দেহ মেলে ধানবাদে। মূল অভিযুক্ত শারাফাত আলিকে ধরে ফেলে পুলিস। গ্রেফতার হয় এক মহিলা সহ তার আরও চার সঙ্গী। বৃহস্পতিবার তাদের নিয়েই পুলিস যায় দুর্গাপুরে। শহরের একাধিক জায়গায় চলে ঘটনার পুনর্গঠন।
প্রথমেই পুলিস হাজির হয় দুর্গাপুরের নবাবওয়ারিয়ার শ্রাবণী মণ্ডলের ভাড়াবাড়িতে। সেখান থেকে সিটি সেন্টারের বিউটি পার্লার। এখানেই ব্যবসায়ীকে খুন করে দুষ্কৃতীরা। এরপর শারাফাত আলির ভাড়া বাড়ি। অম্বুজার পনেরর সি বাড়িটি সুদর্শন প্রসাদ নামে ভাড়া নিয়েছিল শারাফাত। পুলিস হানা দেয় শারাফাত আলির আসবাবের দোকানেও। এই দোকানটি ঘনিষ্ঠ কর্মী তাপস দাসের নামে ভাড়া নেয় শারাফাত।
এরপরই অভিযুক্তদের নিয়ে পুলিস রওনা হয় ধানবাদের উদ্দেশ্যে। যেখানে ব্যবসায়ী বিপুল রায়চৌধুরীর দেহ ফেলা হয়।