বৈধ বালি খাদানকে অবৈধ বলে তোলা আদায় স্বয়ং পুলিসের!

Updated By: Aug 25, 2015, 06:46 PM IST
বৈধ বালি খাদানকে অবৈধ বলে তোলা আদায় স্বয়ং পুলিসের!

বৈধ বালি খাদানকে অবৈধ তকমা দিয়ে তোলা আদায়। পুলিসেরই বিরুদ্ধে উঠল এমন মারাত্মক অভিযোগ। এর জেরে পশ্চিম মেদিনীপুরে জঙ্গলমহলে গত একমাস ধরে কার্যত বন্ধ বালি তোলা।  বন্ধ শ্রমিকদের রুটিরোজগার।

অবৈধ বালি খাদানগুলির বিরুদ্ধে কড়া সরকার। সেগুলি অবিলম্বে বন্ধের নির্দেশ দিয়েছে প্রশাসন। কিন্তু অভিযোগ, এই নির্দেশকে  হাতিয়ার করে পশ্চিম মেদিনীপুরে অবৈধ ব্যবসায় নেমেছে পুলিসেরই একাংশ।  বৈধ বালি খাদানগুলিকে, অবৈধ ঘোষণার হুমকি দেওয়া হচ্ছে। তা আটকাতে হলে, দাবি করা হচ্ছে মোটা অঙ্কের তোলা। এ অভিযোগ পুলিসেরই বিরুদ্ধে। বালি ব্যাবসায়ীদের অনেকেরই দাবি, মাসখানেক আগে থেকে হঠাত্‍ করে বালি বোঝাই লরি, ট্রাক আটকাতে শুরু করে পুলিস। গাড়িগুলি নিয়ে যাওয়া হয়, কলাইকুন্ডা ফাঁড়িতে। অভিযোগ, বৈধ ক্যারিং অর্ডার থাকা সত্ত্বেও সেগুলি ছিঁড়ে ফেলে জোরজবরদস্তি আটকে রাখা হচ্ছে গাড়িগুলিকে।   

বালি-ব্যবসার সঙ্গে যুক্ত লোকের সংখ্যা কম নয় এ জেলায়। এ কাজে যুক্ত হাজারেরও বেশি পরিবার। যাদের বেশিরভাগই এখন কর্মহীন। পুলিসি হয়রানির অভিযোগে ফের আন্দোলনের আশঙ্কার মেঘ ঘনাচ্ছে জঙ্গলমহল জুড়ে।

 

.