সবংয়ে গর্ভবতী মহিলার পেটে লাথি মারল থানার মেজবাবু

পুলিস ছাড়াই অভিযুক্তকে ধরতে এসে অভিযুক্তের গর্ভবতী মহিলার পেটে লাথি মারল থানার মেজবাবু। পুলিসের মারে আঙুল ভাঙল অভিযুক্তের ভাইঝির। পশ্চিম মেদিনীপুর সবং থানার পুলিসের বিরুদ্ধে উঠেছে এমনই অভিযোগ। সবং মহকুমা হাসপাতালে ভর্তি আহত দুই মহিলা।

Updated By: Nov 16, 2013, 08:59 PM IST

পুলিস ছাড়াই অভিযুক্তকে ধরতে এসে অভিযুক্তের গর্ভবতী মহিলার পেটে লাথি মারল থানার মেজবাবু। পুলিসের মারে আঙুল ভাঙল অভিযুক্তের ভাইঝির। পশ্চিম মেদিনীপুর সবং থানার পুলিসের বিরুদ্ধে উঠেছে এমনই অভিযোগ। সবং মহকুমা হাসপাতালে ভর্তি আহত দুই মহিলা।
সবংয়ের আদসিমলা গ্রামের বাসিন্দা শ্যামাপদ চৌধুরীকে ধরতে বারো তারিখ রাতে তাঁর বাড়িতে হানা দেয় পুলিস। তাঁকে গ্রেফতার করে পুলিস, পরে জামিনে মুক্তি পায় শ্যামাপদ। কিন্তু শ্যামপাদের বাড়ির লোকের অভিযোগ, অভিযুক্তকে গ্রেফতার করতে এসে পুলিস আশালীন ব্যবহার করে, মারধর করে পরিবারের অন্যদেরকে। এমনকী গর্ভবতী মহিলার পেটে লথি মারতেও বাধেনি পুলিশের।  

.