সরকারি দফতর হয়ে গেল `পিকনিক স্পট`
সরকারি দফতরে বাইরের লোক এনে রমরমিয়ে চলল পিকনিক। আর এই নিয়ম বিরুদ্ধ কাজের খবর সংগ্রহ করতে গিয়ে সরকারি কর্মীদের হাতে আক্রান্ত হলেন এক চিত্র সাংবাদিক।
সরকারি দফতরে বাইরের লোক এনে রমরমিয়ে চলল পিকনিক। আর এই নিয়ম বিরুদ্ধ কাজের খবর সংগ্রহ করতে গিয়ে সরকারি কর্মীদের হাতে আক্রান্ত হলেন এক চিত্র সাংবাদিক। রবিবার ঘটনাটি ঘটেছে নদিয়ার রানাঘাটের পিডব্লুডি-র অফিসে। এদিন দুপুরে পিডব্লুডি-র দফতরের ভিতরে গ্যাস চালিয়ে রান্না হয় পিকনিকের জন্য। রীতিমতো মাইক বাজিয়ে চলে অবাধ হৈ-হুল্লোড়, মহাভোজ পর্ব। সরকারি দফতর হয়ে যায় পিকনিক স্পট। এই পিকনিকে শুধু দফতরের কর্মীরাই নন, ছিলেন বিভিন্ন ঠিকাদার সংস্থার কর্তাব্যাক্তি ও তাঁদের পরিবারের লোকজনও। এই ভাবে সরকারি দফতরে পিকনিক করা যায় কিনা, এই প্রশ্নের উত্তর দিতে রাজি হননি পিকনিকে অংশগ্রহণকারীরা। এরকম প্রশ্ন করায় উল্টে সাংবাদিকদের দিকেই তেড়ে আসেন দফতরের কর্মীরা। এক চিত্র সাংবাদিককে হেনস্থা করারও অভিযোগ উঠেছে। আহত অবস্থায় ওই সাংবাদিককে রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। অভিযুক্ত সরকারি কর্মীদের দাবি, অফিসে বাইরের লোক এনে পিকনিক করায় আপত্তিকর কিছু নেই। ছুটির দিনে এমনটা চলতেই পারে। এর আগে বেশ কয়েকটি ক্ষেত্রে সরকারি হাসপাতালের ভিতরে পিকনিকের ঘটনা প্রকাশ্যে এসেছে। যার জেরে বিতর্ক দেখা দেয় রাজ্য জুড়ে। এবার সরকারি দফতরের ভিতরে পিকনিক সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করল।