হাসপাতালে চিকিৎসার বদলে নিরাপত্তারক্ষীদের তাড়া খেয়ে খোলা আকাশের নীচে রোগী
হাসপাতালে পৌছেও জুটল না চিকিত্সা। নিরাপত্তারক্ষীদের তাড়া খেয়ে খোলা আকাশের নীচে ঠাঁই হল রোগীর। ঘটনা, বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালের ।
ব্যুরো: হাসপাতালে পৌছেও জুটল না চিকিত্সা। নিরাপত্তারক্ষীদের তাড়া খেয়ে খোলা আকাশের নীচে ঠাঁই হল রোগীর। ঘটনা, বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালের ।
বড়জোড়ার পখান্না। রাস্তার ধরে পড়ে ছিলেন মহাদেব সি পখলে। অসুস্থ। পায়ে ঘা। চলতে - ফিরতে পারছিলেন না। কিছু ভালো মনের মানুষ তাঁকে পৌছে দিয়ে গিয়েছিলেন বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে। হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু কয়েকদিন যেতে না যেতেই ফের খোলা আকাশের নীচে এসে পড়েছেন পরদেশী মানুষটি।
হাসপাতালের নিরাপত্তারক্ষীদের তাড়া খেয়ে ফের রাস্তায় আশ্রয় নিতে হয়েছে গুরুতর অসুস্থ মানুষটিকে।
হাসপাতালের বাইরে কনকনে ঠাণ্ডায় দিনরাত পড়ে রয়েছেন অসুস্থ মানুষটি। ডাক্তার থেকে স্বাস্থ্যকর্মী সকলেই পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছেন অনবরত। কিন্তু কেউই ফিরে তাকাচ্ছেন না মহাদেব সি পখলের দিকে। এখন অপেক্ষা। বড়জোড়ার পখন্না গ্রামের যুবকদের মত কেউ যদি এগিয়ে আসে।