কালকা মেল থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার পাঁচ যাত্রী

ফের প্রশ্নের মুখে রেলের যাত্রী নিরাপত্তা ব্যবস্থা। সকালে বর্ধমান স্টেশনে অচৈতন্য অবস্থায় উদ্ধার পাঁচ যাত্রী। ডাউন কালকা মেল থেকে তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে বর্ধমান জিআরপি। মাদক খাইয়ে বেহুঁশ করে এই পাঁচজনের সর্বস্ব লুঠ করা হয়েছে বলেই অনুমান রেল পুলিসের। যাত্রীদের সঙ্গে কোনও মালপত্তর না থাকাতেই অনুমান।

Updated By: May 3, 2015, 01:21 PM IST

ওয়েব ডেস্ক: ফের প্রশ্নের মুখে রেলের যাত্রী নিরাপত্তা ব্যবস্থা। সকালে বর্ধমান স্টেশনে অচৈতন্য অবস্থায় উদ্ধার পাঁচ যাত্রী। ডাউন কালকা মেল থেকে তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে বর্ধমান জিআরপি। মাদক খাইয়ে বেহুঁশ করে এই পাঁচজনের সর্বস্ব লুঠ করা হয়েছে বলেই অনুমান রেল পুলিসের। যাত্রীদের সঙ্গে কোনও মালপত্তর না থাকাতেই অনুমান।

যাত্রীদের মধ্যে তিনজন বর্ধমানের বাসিন্দা এবং বাকি দুজন ধানবাদের । তদন্তে নেমে ইতিমধ্যেই জানতে পেরেছে জিআরপি। গোটা ঘটনায় ফের একবার প্রশ্নের মুখে রেল কর্তৃপক্ষ থেকে রেল পুলিসের ভূমিকা। কেন যাত্রী সুরক্ষায় আরও জোর দেওয়া হচ্ছেনা?  দুরপাল্লার ট্রেনে  দুষ্কৃতী দৌরাত্ম্য উস্কে দিচ্ছে সেই প্রশ্নই।  

.