মার-পাল্টা মারের রাজনীতি, ঘর পুড়েছে সিপিএম-তৃণমূলের, আতঙ্কের চাদরে মুখ ঢেকেছে পাড়ুই

আতঙ্কের চাদরে মুখ ঢেকেছে পাড়ুই। ভোট মিটতেই শুরু হয়েছে  মার-পাল্টা মারের রাজনীতি। ঘর পুড়েছে সিপিএমের, ঘর পুড়েছে তৃণমূলের।  জমি দখলের লড়াই ঘিরে চড়ছে পাড়ুইয়ের পারদ।

Updated By: Apr 18, 2016, 09:58 PM IST
মার-পাল্টা মারের রাজনীতি, ঘর পুড়েছে সিপিএম-তৃণমূলের, আতঙ্কের চাদরে মুখ ঢেকেছে পাড়ুই

ওয়েব ডেস্ক: আতঙ্কের চাদরে মুখ ঢেকেছে পাড়ুই। ভোট মিটতেই শুরু হয়েছে  মার-পাল্টা মারের রাজনীতি। ঘর পুড়েছে সিপিএমের, ঘর পুড়েছে তৃণমূলের।  জমি দখলের লড়াই ঘিরে চড়ছে পাড়ুইয়ের পারদ।

অচেনা মুখ দেখলেই ভয়ে কুঁকড়ে যাচ্ছে গোরাপাড়ার পশ্চিমপাড়ের বাসিন্দারা। রাত থেকেই শুরু হয়েছে বোমাবাজি, গুলি। সকাল থেকেই গ্রামছাড়া পুরুষরা। ঘর পাহারায় মেয়েরাই। বোমা,গুলিতে ক্ষতবিক্ষত গ্রামে ঢুকতেই চোখে পড়ল সারি সারি ভয়ার্ত,আতঙ্কে কুঁকড়ে যাওয়া মুখ। রাস্তা শুনশান। বাতাসে পোড়া বারুদের গন্ধ। আধ পোড়া খড়ের ঘরের আগুন তখনও নেবেনি। রাতভর সিপিএম-তৃণমূল সংঘর্ষে বোমাবাজি,গুলি। গুলিবিদ্ধ সিপিএম কর্মী হেমবাবু। গোরাপাড়ার মতো ভয়ে কাঁপছে হজরতপুর। রাজনৈতিক হিংসায় কখন,কার প্রাণ যাবে সেই চিন্তায় ঘুম ছুটেছে  গ্রামবাসীর।

ভোটের পরেই সন্ত্রাসের অভিযোগে সরব সিপিএম-তৃণমূল দুপক্ষই। রাজনীতির লড়াইয়ে ঘর পুড়ছে নিরীহ মানুষের। ক্ষমতার লড়াই। জমি দখলের লড়াই।

.