মনোনয়ন জমা দেওয়ার প্রথম দিনেই আক্রান্ত সিপিআইএম

বাঁকুড়ার বিভিন্ন জায়গায় মনোনয়নপত্র তুলতে গিয়ে আক্রান্ত হলেন সিপিআইএম কর্মীরা। আজ সকালে একটি গাড়িতে করে ইন্দাসের বিডিও অফিসে যাচ্ছিলেন সিপিআইএম প্রার্থীরা। কুশবনির কাছে তাঁদের গাড়ি আটকে ব্যাপক মারধর করা হয়। সিপিআইএমের ইন্দাস জোনাল কমিটির সম্পাদক বাসুদেব রায়কেও মারধর করা হয়। বিষ্ণুপুরে মনোনয়নপত্র তুলতে গিয়ে আক্রান্ত হয়েছেন সিপিআইএম নেতা বীরেন মণ্ডল। তালডাংড়াতেও সিপিআইএম প্রার্থীরা মনোনয়নপত্র তুলতে গেলে তাদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ।  

Updated By: May 29, 2013, 04:36 PM IST

বাঁকুড়ার বিভিন্ন জায়গায় মনোনয়নপত্র তুলতে গিয়ে আক্রান্ত হলেন সিপিআইএম কর্মীরা। আজ সকালে একটি গাড়িতে করে ইন্দাসের বিডিও অফিসে যাচ্ছিলেন সিপিআইএম প্রার্থীরা। কুশবনির কাছে তাঁদের গাড়ি আটকে ব্যাপক মারধর করা হয়। সিপিআইএমের ইন্দাস জোনাল কমিটির সম্পাদক বাসুদেব রায়কেও মারধর করা হয়। বিষ্ণুপুরে মনোনয়নপত্র তুলতে গিয়ে আক্রান্ত হয়েছেন সিপিআইএম নেতা বীরেন মণ্ডল। তালডাংড়াতেও সিপিআইএম প্রার্থীরা মনোনয়নপত্র তুলতে গেলে তাদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ।  
আজ থেকে পঞ্চায়েত ভোটের প্রথম দফার জন্য মনোনয়ন পত্র জমা দিতে শুরু করেছেন প্রর্থীরা। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয় সকাল এগারোটা থেকে বিকেল তিনটে পর্যন্ত মনোনয়ন পত্র জমা দিতে পারবেন প্রার্থীরা। এদিনই প্রার্থীদের জমা দিতে হবে তাদের সম্পত্তির হিসেবও। তবে তা হলফনামায় না দিয়ে সাদা কাগজে দিলেও হবে বলে জানিয়েছেন কমিশনার মীরা পাণ্ডে। পাশাপাশি রাজ্যসরকারের পক্ষ থেকে জানানো হয়েছে আজ থেকেই এসডিও এবং বিডিও অফিসে থাকছে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা।

.