অবাধ সম্ভব!
এবারের পঞ্চায়েত ভোটে ৬০০০-র বেশী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী শাসক দল তৃণমূল কংগ্রেস নতুন রেকর্ড গড়েছে। জেলায় জেলায় বিরোধী দলের প্রার্থীদের প্রচারে বাধা, মারধরের ঘটনাও প্রতিদিন ঘটে চলেছে। এমন অবস্থায় কী সত্যিই অবাধ ভোট সম্ভব। প্রার্থীরা যদি প্রচারের সুযোগ না পান তাহলে কি করে অবাধ ভোট সম্ভব, উঠছে প্রশ্ন। ভোটের কদিন আগে কেন্দ্রীয় বাহিনী এসে কি শাসকদলের `সন্ত্রাস`রুখতে পারবে! না কি অবধা ভোট দেখতে চলেছে রাজ্য। এই প্রশ্নে আপনার মতামত জানান-
এবারের পঞ্চায়েত ভোটে ৬০০০-র বেশী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী শাসক দল তৃণমূল কংগ্রেস নতুন রেকর্ড গড়েছে। জেলায় জেলায় বিরোধী দলের প্রার্থীদের প্রচারে বাধা, মারধরের ঘটনাও প্রতিদিন ঘটে চলেছে। এমনকি মিডিয়া কর্মীরাও মার খাচ্ছেন শাসক দলের কর্মী, সমর্থকদের হাতে। এমন অবস্থায় কী সত্যিই অবাধ ভোট সম্ভব। প্রার্থীরা যদি প্রচারের সুযোগ না পান তাহলে কি করে অবাধ ভোট সম্ভব, উঠছে প্রশ্ন। ভোটের কদিন আগে কেন্দ্রীয় বাহিনী এসে কি শাসকদলের `সন্ত্রাস`রুখতে পারবে! না কি অবাধ ভোট দেখতে চলেছে রাজ্য। এই প্রশ্নে আপনার মতামত জানান-