অশান্ত পাহাড়ে শনিবার থেকে ফের লাগাতার বন্‍ধ

গোর্খাল্যান্ডের দাবিতে ফের অশান্ত পাহাড়। শনিবার, ৩ অগাস্ট থেকে লাগাতার বন্‍ধ-এর ডাক দিয়েছে মোর্চা। পর্যটক, ছাত্র ছাত্রীদের পাহাড় ছাড়ার আর্জি জানানো হয়েছে। এদিকে অশান্ত পাহাড়ের জন্য ৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে রাজ্য চিঠি পাঠাল কেন্দ্রকে।

Updated By: Jul 31, 2013, 12:18 PM IST

গোর্খাল্যান্ডের দাবিতে ফের অশান্ত পাহাড়। শনিবার, ৩ অগাস্ট থেকে লাগাতার বন্‍ধ-এর ডাক দিয়েছে মোর্চা। পর্যটক, ছাত্র ছাত্রীদের পাহাড় ছাড়ার আর্জি জানানো হয়েছে। এদিকে অশান্ত পাহাড়ের জন্য ৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে রাজ্য চিঠি পাঠাল কেন্দ্রকে।
নতুন করে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে গোর্খা জনমুক্তি মোর্চা নেতৃত্ব। আজকেই মোর্চার ডাকা ৭২ ঘণ্টা পাহাড় বনধের শেষদিন। শনিবার থেকে ফের লাগাতার বনধের ডাক দিয়েছে মোর্চা। বনধের প্রভাব পড়েছে সমতলেও। ইতিমধ্যেই পাহাড় ছাড়তে শুরু করেছেন পর্যটকেরা। আজ সুকনার জায়গায় জায়গায় পিকেটিং, মিছিল করেন মোর্চা নেতারা।

.