লাগাতার বৃষ্টিতে নষ্ট হয়েছে ধান, ঋণের বোঝায় মাথায় হাত চাষীদের

লাগাতার বৃষ্টি। আর তাতেই জমিতেই নষ্ট হয়ে গেল বিঘের পর বিঘে জমির ধান। ঋণ নিয়ে চাষ করে মাথায় হাত পশ্চিম মেদিনীপুরের ৩টি ব্লকের কৃষকদের।

Updated By: May 5, 2015, 03:43 PM IST
লাগাতার বৃষ্টিতে নষ্ট হয়েছে ধান, ঋণের বোঝায় মাথায় হাত চাষীদের

ওয়েব ডেস্ক: লাগাতার বৃষ্টি। আর তাতেই জমিতেই নষ্ট হয়ে গেল বিঘের পর বিঘে জমির ধান। ঋণ নিয়ে চাষ করে মাথায় হাত পশ্চিম মেদিনীপুরের ৩টি ব্লকের কৃষকদের।

কেশিয়ারি, দাঁতন, নারায়ণগড়। পশ্চিম মেদিনীপুরের এই ৩টি ব্লকের প্রায় ১৭ হাজার হেক্টর জমিতে ধান চাষ করেছিলেন কৃষকেরা। বেশিরভাগই চাষ করেছিলেন ঋণ নিয়ে। কিন্তু, প্রকৃতি বিরুপ। টানা বৃষ্টি হয়ে চলেছে। তাই, নষ্ট হয়ে গিয়েছে সবকিছু। মাথায় হাত কৃষকদের।

কী করবেন ওরা? এতগুলো টাকা ফেরত দেবেন কী করে? কিছুটা আশ্বাসের সুর শোনা গিয়েছে পঞ্চায়েত সমিতির তরফে। কাজ হবে পঞ্চায়েত সমিতির আশ্বাসে? সেদিকেই তাকিয়ে রয়েছেন প্রায় কুড়ি হাজার পরিবার।

.