ডিয়ার পার্কে নতুন অতিথি ৬ বছরের হস্তিশাবক

ঝাড়গ্রাম ডিয়ার পার্কে ফের অতিথি সমাগম। কেশিয়ারির কুসুমপুর গ্রাম থেকে উদ্ধার করে আনা হল ৬ বছরের একটি হস্তিশাবককে। তাকে কুনকি হাতি করা হবে জানিয়েছেন বনকর্তারা। নতুন অতিথি আসার আনন্দ থাকলেও, বারবার হস্তিশাবকের দলছুট হওয়ার ঘটনা বনকর্তাদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। এজন্য ওড়িশা সরকারের নীতিকেই দুষছেন তাঁরা। আগে ঝাড়খণ্ড থেকে আসা হাতির পাল পশ্চিম মেদিনীপুরের নয়াগ্রাম হয়ে ওড়িশায় যেত। কিন্তু, ওড়িশা সরকার হাতি রুখতে ইলেকট্রিক তারের বেড়া দেওয়ায় জঙ্গলে চলাচলের স্বাভাবিক পথ ঘেঁটে গেছে। এছাড়া হালেই একটি হাতির পালকে ওড়িশার জঙ্গল থেকে তাড়িয়ে দিয়েছিল সেরাজ্যের বনবিভাগ। সেই পালটি ফেরার পথেই এই শাবককে ফেলে যায়। ওড়িশা সীমান্ত এলাকার কেশরেখা রেঞ্জের জুগিসোলে এই শাবকটিকে উদ্ধার করা হয়।

Updated By: May 5, 2015, 02:29 PM IST
ডিয়ার পার্কে নতুন অতিথি ৬ বছরের হস্তিশাবক

ওয়েব ডেস্ক: ঝাড়গ্রাম ডিয়ার পার্কে ফের অতিথি সমাগম। কেশিয়ারির কুসুমপুর গ্রাম থেকে উদ্ধার করে আনা হল ৬ বছরের একটি হস্তিশাবককে। তাকে কুনকি হাতি করা হবে জানিয়েছেন বনকর্তারা। নতুন অতিথি আসার আনন্দ থাকলেও, বারবার হস্তিশাবকের দলছুট হওয়ার ঘটনা বনকর্তাদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। এজন্য ওড়িশা সরকারের নীতিকেই দুষছেন তাঁরা। আগে ঝাড়খণ্ড থেকে আসা হাতির পাল পশ্চিম মেদিনীপুরের নয়াগ্রাম হয়ে ওড়িশায় যেত। কিন্তু, ওড়িশা সরকার হাতি রুখতে ইলেকট্রিক তারের বেড়া দেওয়ায় জঙ্গলে চলাচলের স্বাভাবিক পথ ঘেঁটে গেছে। এছাড়া হালেই একটি হাতির পালকে ওড়িশার জঙ্গল থেকে তাড়িয়ে দিয়েছিল সেরাজ্যের বনবিভাগ। সেই পালটি ফেরার পথেই এই শাবককে ফেলে যায়। ওড়িশা সীমান্ত এলাকার কেশরেখা রেঞ্জের জুগিসোলে এই শাবকটিকে উদ্ধার করা হয়।

 

.