আজ বামনগাছির প্রতিবাদী সৌরভ চৌধুরীর মৃত্যুর এক বছর
মদ-জুয়ার প্রতিবাদ করেছিলেন বলে নৃশংসভাবে খুন হয়েছিলেন উত্তর চব্বিশ পরগনার বামনগাছির প্রতিবাদী যুবক সৌরভ চৌধুরী। আজ তাঁর মৃত্যুর এক বছর। এক বছর পর সৌরভ হত্যাকারীদের শাস্তির অপেক্ষায় বামনগাছি।
ওয়েব ডেস্ক: মদ-জুয়ার প্রতিবাদ করেছিলেন বলে নৃশংসভাবে খুন হয়েছিলেন উত্তর চব্বিশ পরগনার বামনগাছির প্রতিবাদী যুবক সৌরভ চৌধুরী। আজ তাঁর মৃত্যুর এক বছর। এক বছর পর সৌরভ হত্যাকারীদের শাস্তির অপেক্ষায় বামনগাছি।
এলাকায় মদ জুয়ার প্রতিবাদ করেছিলেন বামনগাছির সৌরভ চৌধুরী। অভিযোগ, সে জন্যই গত পাঁচই জুলাই নৃশংসভাবে খুন করা হয় তাঁকে। সৌরভকে খুন করে তার দেহ টুকরো টুকরো করে ফেলে দেওয়া হয় রেল লাইনে।
দত্তপুকুর থানায় অভিযোগ দায়েরের পর গ্রেফতার হয়েছে বেশ কয়েকজন অভিযুক্ত। কিন্তু এক বছর কেটে গেলেও এখনও শাস্তি হয়নি কারও।
গত একটা বছর ছেলে হারানোর যন্ত্রণা বুকে নিয়ে দিন কেটেছে চৌধুরী পরিবারের। তবু প্রতিবাদ থেমে থাকেনি।
আজও সেই ছেলেটাকে ভোলেননি বামনগাছির বাসিন্দারা। তাঁরাও বিচারের আশায়।কবে সৌরভের হত্যাকারীদের সাজা হয়, তার দিকেই তাকিয়ে গোটা এলাকা।