কোন জেলা পেল কতজন মন্ত্রী

"মন্ত্রী করা হয়েছে সব জেলা থেকেই।" এমনটাই বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপালের সঙ্গে দেখা করার পর মন্ত্রীদের পূর্ণাঙ্গ তালিকা ঘোষণা করেন তিনি। আগামীকাল রেড রোডে শপথগ্রহণ মমতা বন্দ্যোপাধ্যায় সহ ৪২ জন নতুন মন্ত্রীর। তবে মালদা ও দার্জিলিং থেকে কোনও প্রার্থী না জেতায়, এই ২টি জেলা এবার কোনও মন্ত্রী পাচ্ছে না।

Updated By: May 27, 2016, 08:41 AM IST
কোন জেলা পেল কতজন মন্ত্রী

ওয়েব ডেস্ক : "মন্ত্রী করা হয়েছে সব জেলা থেকেই।" এমনটাই বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপালের সঙ্গে দেখা করার পর মন্ত্রীদের পূর্ণাঙ্গ তালিকা ঘোষণা করেন তিনি। আগামীকাল রেড রোডে শপথগ্রহণ মমতা বন্দ্যোপাধ্যায় সহ ৪২ জন নতুন মন্ত্রীর। তবে মালদা ও দার্জিলিং থেকে কোনও প্রার্থী না জেতায়, এই ২টি জেলা এবার কোনও মন্ত্রী পাচ্ছে না।

জেলা মন্ত্রীর সংখ্যা মন্ত্রী হচ্ছেন যাঁরা
কলকাতা মমতা ব্যানার্জি, সুব্রত মুখার্জি, ফিরহাদ হাকিম, শোভনদেব চট্টোপাধ্যায়, শশী পাঁজা, সাধন পাণ্ডে
উত্তর ২৪ পরগনা জ্যোতিপ্রিয় মল্লিক, অমিত মিত্র, ব্রাত্য বসু, পূর্ণেন্দু বসু
দক্ষিণ ২৪ পরগনা গিয়াসুদ্দিন মোল্লা, মন্টুরাম পাখিরা, রেজ্জাক মোল্লা, জাভেদ খান, শোভন চট্টোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়, অরূপ বিশ্বাস
হাওড়া লক্ষীরতন শুক্লা, অরূপ রায়,রাজীব বন্দ্যোপাধ্যায়
নদীয়া উজ্জ্বল বিশ্বাস, অবনীমোহন জোয়ারদার,
মুর্শিদাবাদ জাকির হোসেন
জলপাইগুড়ি গৌতম দেব
আলিপুরদুয়ার জেমস কুজুর
কোচবিহার বিনয় কৃষ্ণ বর্মন, রবীন্দ্রনাথ ঘোষ
উত্তর দিনাজপুর গুলাম রব্বানি
দক্ষিণ দিনাজপুর বাচ্চু হাঁসদা
হুগলী  ইন্দ্রনীল সেন, তপন দাশগুপ্ত, অসীমা পাত্র
পূর্ব মেদিনীপুর শুভেন্দু অধিকারী
পশ্চিম মেদিনীপুর চূড়ামণি মাহাত, সৌমেন মহাপাত্র
বর্ধমান স্বপন দেবনাথ,সিদ্দিকুল্লা চৌধুরী,মলয় ঘটক
বীরভূম চন্দ্রনাথ সিনহা, আশিস ব্যানার্জি
পুরুলিয়া  সন্ধ্যারানি টুডু,  শান্তিরাম মাহাত
মালদা ----------------------
দার্জিলিং -----------------------
বাঁকুড়া ----------------------

 

.