দীনেশ ত্রিবেদীর রেল বাজেটে উত্তরবঙ্গের প্রত্যাশা

দ্বিতীয় ইউপিএ সরকারের রেলমন্ত্রীর দায়িত্ব নিয়েই একের পর এক প্রকল্প ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অথচ আয়বৃদ্ধির বিকল্প দিশানির্দেশ না থাকায় ক্রমশ শূন্য হচ্ছে রেলের ভাঁড়ার। এই অবস্থায় বুধবার রেল বাজেট পেশ করতে চলেছেন রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদী। এই রেল বাজেট থেকে কী প্রত্যাশা উত্তরবঙ্গের আমজনতার?

Updated By: Mar 14, 2012, 10:07 AM IST

দ্বিতীয় ইউপিএ সরকারের রেলমন্ত্রীর দায়িত্ব নিয়েই একের পর এক প্রকল্প ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অথচ আয়বৃদ্ধির বিকল্প দিশানির্দেশ না থাকায় ক্রমশ শূন্য হচ্ছে রেলের ভাঁড়ার। এই অবস্থায় বুধবার রেল বাজেট পেশ করতে চলেছেন রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদী। এই রেল বাজেট থেকে কী প্রত্যাশা উত্তরবঙ্গের আমজনতার?
 
আলুয়াবাড়িতে থামুক কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। আর ধূপগুড়ি থেকেই উত্তরবঙ্গ এক্সপ্রেসের সুবিধা পেতে চান সেখানকার বাসিন্দারা। শিলিগুড়ি টাউন স্টেশনকে হেরিটেজ ঘোষণা করা হোক। সপ্তাহে অন্তত দুদিন রাজধানী এক্সপ্রেসকে মালদা দিয়ে ঘুরিয়ে নিয়ে যাওয়া হোক। এছাড়াও রয়েছে নিউ জলপাইগুড়ি থেকে শিয়ালদা জনশতাব্দী এক্সপ্রেসের দাবি। উত্তরবঙ্গ যথন নতুন ট্রেন বা স্টেশনের প্রত্যাশায়, রাজ্যের অন্য প্রান্ত কিন্তু তখন জোর দিচ্ছে যাত্রী সুরক্ষা, পরিষেবার মানবৃদ্ধি এবং ভাড়া না বাড়ানোর ওপর।

.