ধামাখলিতে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, গুলিতে আহত ২০ বিজেপি সমর্থক

উত্তর ২৪ পরগনার সন্দেশখালি থানার ধামাখালি এলাকায় বিজেপির পথ অবরোধে গুলি চালানোর অভিযোগ উঠল তৃণমূল সমর্থকদের বিরুদ্ধে। গুলিতে আহত হয়েছেন ২০ জন বিজেপি সমর্থক। গুলিতে আহত হয়েছেন এক পুলিসকর্মীও। গতকাল প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণের পর বেড়মজুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের হালদার ঘেরিপাড়া এলাকায় বিজয় মিছিল বের করেন স্থানীয় বিজেপি সমর্থকেরা।

Updated By: May 27, 2014, 03:59 PM IST

উত্তর ২৪ পরগনার সন্দেশখালি থানার ধামাখালি এলাকায় বিজেপির পথ অবরোধে গুলি চালানোর অভিযোগ উঠল তৃণমূল সমর্থকদের বিরুদ্ধে। গুলিতে আহত হয়েছেন ২০ জন বিজেপি সমর্থক। গুলিতে আহত হয়েছেন এক পুলিসকর্মীও। গতকাল প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণের পর বেড়মজুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের হালদার ঘেরিপাড়া এলাকায় বিজয় মিছিল বের করেন স্থানীয় বিজেপি সমর্থকেরা।

মিছিল থেকে আতশবাজিও ফাটানো হয়। এনিয়ে গোলমাল বেধে যায় বিজেপি ও তৃণমূল সমর্থকদের মধ্যে। আজ সকালে ফের দুপক্ষের মধ্যে বচসা ও হাতাহাতি হয়। অভিযোগ, দুই বিজেপি সমর্থককে বেধড়ক মারধর করে তৃণমূল সমর্থকেরা। প্রতিবাদে ধামাখালি রোড অবরোধ করেন বিজেপি সমর্থকেরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছয় পুলিস। এরইমধ্যে তিনটি গাড়িতে চেপে ঘটনাস্থলে হাজির হয় তৃণমূল সমর্থকেরা। অভিযোগ, ওই সময় কয়েকজন তৃণমূল সমর্থক বিজেপি সমর্থকদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়। ছররা গুলিতে আহত হন কুড়ি জন বিজেপি সমর্থক। গুলি লাগে এক পুলিসকর্মীরও। আহতদের ভর্তি করা হয়েছে খুলনা হাসপাতালে। তাঁদের আনা হতে পারে বসিরহাট হাসপাতালে।

.