পরিকাঠামোহীন বিমানবন্দরে ১৯ আসনের বিমানের প্রতিশ্রুতি মানতে নারাজ দক্ষিণ দিনাজপুর

Updated By: Feb 15, 2015, 11:38 AM IST
পরিকাঠামোহীন বিমানবন্দরে ১৯ আসনের বিমানের প্রতিশ্রুতি মানতে নারাজ দক্ষিণ দিনাজপুর

পরিকাঠামোহীন বিমানবন্দরে হেলিকপ্টার পরিষেবার পর, এবার ১৯ সিটের বিমান চালানোর তোড়জোড়। আরও একটি অবাস্তব প্রতিশ্রুতি। দাবি দক্ষিণ দিনাজপুরের বাসিন্দাদের। যদিও প্রশাসনের বক্তব্য আগামী ৬ মাসেই চালু হবে বিমান।  

রানওয়ে জুড়ে পড়ে রয়েছে শূন্যতা। বর্তমানে শহরের সঙ্গে যোগাযোগের রাস্তা এই রানওয়ে। সাইকেল, মোটরবাইক , ট্রাক্টরের অনায়াস যাতায়াতে কে বলবে, এটি আসলে বিমানবন্দর। দুহাজার তেরোর পয়লা জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী এখানে শুরু হয় হেলিকপ্টার পরিষেবা।  কলকাতা-বালুরঘাট ছয় সিটের এই হেলিকপ্টার পরিষেবা পেয়ে খুশি হন এলাকার মানুষ। কিন্তু বিভিন্ন কারণে সেই পরিষেবা দীর্ঘস্থায়ী হয়নি।

চলতি বছরের ৪ ফেব্রুয়ারি পরিকাঠামো খতিয়ে দেখতে যান পরিবহণ সচিব। তিনি ঘোষণা করেন, আগামী ছমাসের মধ্যে প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি হয়ে গেলেই চালু হয়ে যাবে উনিশ আসনের উড়ান। প্রশ্ন উঠছে এখানেই। যাত্রী শেড, নিরাপত্তা, স্থায়ী কর্মী, যাত্রী স্বাচ্ছ্যন্দর কোনও ব্যবস্থা এখনও তৈরি হয়নি। এই অবস্থায় আদৌ উড়ান চালু সম্ভব কী।

বিজেপি জেলা সম্পাদকের বক্তব্য , গত দু-আড়াই বছরে যে কাজ হয়নি, তা এত দ্রুত করা সম্ভব নয় বলেই মত তাঁর।

 

.