বর্ধমানের জঙ্গি মডিউলের সঙ্গে বাটলা হাউসে জঙ্গি ডেরার মিল পাচ্ছেন গোয়েন্দারা

বর্ধমান জঙ্গি মডিউলের সঙ্গে বাটলা হাউসের মিল খুঁজে পাচ্ছেন তদন্তকারীরা।

Updated By: Oct 24, 2014, 08:15 PM IST
বর্ধমানের জঙ্গি মডিউলের সঙ্গে বাটলা হাউসে জঙ্গি ডেরার মিল পাচ্ছেন গোয়েন্দারা

ব্যুরো: বর্ধমান জঙ্গি মডিউলের সঙ্গে বাটলা হাউসের মিল খুঁজে পাচ্ছেন তদন্তকারীরা।

দুহাজার আটের বাটলা হাউস এনকাউন্টারেই সামনে আসে নয়া জঙ্গি সংগঠন ইন্ডিয়ান মুজাহিদিন। খাগড়াগড় বিস্ফোরণেও ফাঁস হয়েছে জেহাদি জঙ্গি মডিউল। তদন্তকারীদের সন্দেহ এই মডিউলের শিকর অনেক গভীরে।  

দিল্লি বিস্ফোরণের তদন্তে জামিয়া নগরের বাটলা হাউসে জঙ্গি ডেরার সন্ধায় পায় পুলিস। দুহাজার আটের উনিশে সেপ্টেম্বর বাটলা হাউস অভিযানে শহিদ হন স্পেশাল সেলের ইনস্পেক্টর মোহন শর্মা। সেই বাটলা হাউসের সঙ্গে খাগড়াগড়ের গ্রেনেড কারখানার মিল পাচ্ছেন তদন্তকারীরা।

বাটলা হাউস এনকাউন্টারে মৃত্যু হয় দিল্লি বিস্ফোরণের মূল ষড়যন্ত্রকারী আতিফ আমিন ও একজনের।

খাগড়াগড় গ্রেনেড কারখানায় বিস্ফোরণে মৃত্যু হয়েছে শাকিল গাজি ও সুভান মণ্ডলের।

বাটলা হাউসে জীবন্ত গ্রেফতার হয়েছিল আফিতের দুই সঙ্গী

খাগড়াগড়ে জীবন্ত গ্রেফতার হয়েছে রাজিয়া, আলিমা ও আবুল হাকিম।

বাটলা হাউস এনকাউন্টারই সামনে আনে নয়া জঙ্গি সংগঠন ইন্ডিয়ান মুজাহিদিনকে।

খাগড়াগড় বিস্ফোরণে ফাঁস হয়েছে রাজ্যে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠীর নাশকতার ছক।

শুধু বাইরের মিল নয়। বর্ধমান বিস্ফোরণের তদন্তেও বাটলা হাউসের যোগসূত্র পাচ্ছেন তদন্তকারীরা। বাটলা হাউসের সেই এনকাউন্টারের পর ইন্ডিয়ান মুজাহিদিনের সংগঠনে আমূল পরিবর্তন হয়েছিল।

ইন্ডিয়ান মুজাহিদিনের আজমগড় মডিউল অপ্রাসঙ্গিক হয়ে পড়ে। সংগঠনে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আমির রেজা খান।

ইন্ডিয়ান মুজাহিদিনের লাগাম আসে রিয়াজ ও ইকবাল ভাটকলের হাতে।

আইএসআইয়ের প্ররোচনায় আফগানিস্তানে জেহাদি লড়াই করার ঘোষণা করে রিয়াজ ও ইকবাল। এতে আপত্তি ছিল ইয়াসিন ভাটকলের।

মতাদর্শগত বিরোধে ফের ভাঙে ইন্ডিয়ান মুজাহিদিন। দ্বারভাঙা মডিউল তৈরি করে ইয়াসিন ভাটকল।

পুণের জার্মান বেকারি বিস্ফোরণ ইয়াসিন ভাটকলের সফল অপারেশন। কিন্তু, ইয়াসিন ধরা পড়ায় ছত্রভঙ্গ হয়ে যায় ইন্ডিয়ান মুজাহিদিন। যদিও, সংগঠন নির্মূল হয়নি।

২০১৪ সালের সেপ্টেম্বরে নতুন সংগঠন আনসার-উল-তৌহিদ তৈরি করেছে ইয়াসিন সমর্থকরা।
আইসিস নেতা আবু বাকর আল বাগদাদির বক্তৃতার ভিডিও হিন্দি-তামিল ও বাংলায় অনুবাদ করে আনসার।
ওই বক্তৃতায় বাটলা হাউস এনকাউন্টারের বদলা নেওয়ার কথা ঘোষণা করেছেন বাগদাদি।

NIA-র তদন্তকারীদের ধারনা, বাগদাদির হুমকি ও বর্ধমানের জঙ্গি মডিউল কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। রাজ্যে যে মডিউল ফাঁস হয়েছে, বাংলাদেশের জামাতুল মুজাহিদিনের সঙ্গে তার প্রত্যক্ষ যোগ মিললেও, জঙ্গিজালের শিকড় আরও গভীরে।

বাংলা ভাইয়ের জামাতুল মুজাহিদিনের সঙ্গে আল কায়দার যোগাযোগ ইতিমধ্যেই প্রমাণিত।

বর্ধমানের জামাত জঙ্গিদের সঙ্গে আইসিসের মদতপুষ্ট আনসার উল তৌহিদের যোগ উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা

তদন্তকারীরা বলছেন, আইসিসের লড়াই শুধু পশ্চিম এশিয়ায় সীমাবদ্ধ নয়। বরং বাগদাদির অখণ্ড ইসলামি রাষ্ট্রের আদর্শ প্রভাব বিস্তার করছে হিন্দুকুশের এপারেও। তাই বাগদাদির বক্তৃতায় বাটলা হাউসের উল্লেখ এবং বর্ধমান বিস্ফোরণের আন্তর্জাতিক যোগ, এক সুতোয় বাঁধা বলেই মনে করছে NIA।

 

.