জয়েন্ট এন্ট্রাসে নতুন বদল

জয়েন্ট এন্ট্রাস পরীক্ষার্থীদের সিট বিতরণ এবং প্রশ্নের ধাঁচের ক্ষেত্রে এবার নতুন পদ্ধতি অবলম্বন করতে চলেছে রাজ্য জয়েন্ট এন্ট্রাস বোর্ড। ইঞ্জিনিয়ারিং ও মেডিক্যাল পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্র হবে তাদের স্কুলের কাছাকাছি কোন শিক্ষা প্রতিষ্ঠানে। এর সঙ্গে কমছে প্রশ্নের সংখ্যাও, প্রতিটি প্রশ্ন হবে `মাল্টিপল চয়েস`-এর।

Updated By: Jan 17, 2012, 11:18 AM IST

জয়েন্ট এন্ট্রাস পরীক্ষার্থীদের সিট বিতরণ এবং প্রশ্নের ধাঁচের ক্ষেত্রে এবার নতুন পদ্ধতি অবলম্বন করতে চলেছে রাজ্য জয়েন্ট এন্ট্রাস বোর্ড। ইঞ্জিনিয়ারিং ও মেডিক্যাল পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্র হবে তাদের স্কুলের কাছাকাছি কোন শিক্ষা প্রতিষ্ঠানে। এর সঙ্গে কমছে প্রশ্নের সংখ্যাও, প্রতিটি প্রশ্ন হবে `মাল্টিপল চয়েস`-এর।
এত দিন পরীক্ষার্থীর স্থায়ী ঠিকানার কাছাকাছি শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষার সিট ফেলা হত। কিন্তু এবার থেকে পীরক্ষার্থী শেষ যে স্কুলে পড়াশোনা করেছে সেই স্কুলের কাছাকাছি অন্য কোনও শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষাকেন্দ্র করা হবে। তবে কোনও পরীক্ষার্থী যদি পুরনো নিয়মে কাছের স্কুলে সিট পেতে চান  তাহলে ৩১ জানুয়ারির মধ্যে তাঁকে আবেদন করতে হবে। অন্যদিকে এবারের পরীক্ষায় ২ নম্বরের প্রশ্নের সংখ্যা ১০ থেকে বাড়িয়ে ২০ করা হচ্ছে। এত দিন ৯০ টি প্রশ্নের উত্তর করতে হত, এ বছর থেকে সেই সংখ্যা কমে হল ৮০।

.